Advertisement
Advertisement

Breaking News

Nusrat Nikhil

নুসরতের সঙ্গে সম্পর্কের ফাটল আরও প্রকট! পোস্টে ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন নিখিল জৈন

কী লিখলেন সাংসদ-অভিনেত্রীর স্বামী?

Here is what Actress-MP Nusrat Jahan's husband Nikhil Jain said on instagram post | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:January 20, 2021 4:34 pm
  • Updated:January 20, 2021 5:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রী নুসরত জাহানের (Nusrat Jahan) সঙ্গে সম্পর্ক ভাঙার গুঞ্জনের মাঝেই সোশ্যাল মিডিয়ায় কর্মফলের গুরুত্ব বোঝালেন নিখিল জৈন (Nikhil Jain)।  মঙ্গলবার নিজের ছবি ইনস্টাগ্রাম প্রোফাইলে আপলোড করে লিখলেন, “কোনও মানুষ আপনার সঙ্গে যেমন ব্যবহার করবে সেটা তার কর্ম। আর আপনি তার উত্তর কীভাবে দেবেন তা আপনার কর্ম।”

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nikhil Jain (@nikhiljainoffcl)

Advertisement

গত বছর থেকেই নুসরত-নিখিলের সম্পর্ক ভাঙার কথা শোনা যাচ্ছে। নিখিলের সঙ্গে নয়, ব্যক্তিগত কারণে আলাদা বাড়িতে থাকছেন। একথা ‘সংবাদ প্রতিদিন’কে জন্মদিনে নুসরত নিজেই জানিয়েছিলেন। অক্টোবরের পর থেকে নিখিলের ইনস্টাগ্রাম প্রোফাইলে নুসরতের সঙ্গে তাঁর আর কোনও ছবি দেখা যায়নি। নুসরতের প্রোফাইলেরও প্রায় একই পরিস্থিতি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nikhil Jain (@nikhiljainoffcl)

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেই বিষোদ্গার করছেন সায়নী! ভিডিও পোস্ট করে মমতাকে খোঁচা তথাগতর ]

এরমধ্যেই আবার অভিনেতা যশ দাশগুপ্তর (Yash Dasgupta) সঙ্গে নুসরতের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয় অভিনেত্রী-সাংসদের রাজস্থান সফরের পর থেকে। এমন পরিস্থিতিতেই নিখিলের এই বিশেষ বার্তা দেখে  নিন্দুকদের প্রশ্ন, নুসরত ও যশের উদ্দেশেই কি এই বার্তা দিলেন নিখিল? উল্লেখ্য, কিছুদিন আগেই আবার একসঙ্গে কুলগাছিতে শো করতে গিয়েছিলেন যশ ও নুসরত। সেই প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে অভিনেতা জানিয়েছিলেন, আয়োজকদের অনুরোধেই একসঙ্গে শো করেছিলেন তাঁরা। এমন অফার আবার এলে তাও গ্রহণ করতে কোনও আপত্তি নেই।  যশের সঙ্গে সম্পর্কের সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন নুসরতও। সংবাদ প্রতিদিন-কে অভিনেত্রী-সাংসদ জানিয়েছিলেন, এর আগেও যশের সঙ্গে দু’টি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। তখন সিঙ্গলও ছিলেন। তেমন কিছু হলে তখনই হতে পারত।

[আরও পড়ুন: ‘বেঁচে থাকাই দুষ্কর করে দেব’, টুইটারে সাময়িক নিষেধাজ্ঞার প্রতিবাদে ফুঁসে উঠলেন কঙ্গনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement