Advertisement
Advertisement

Breaking News

Chengiz Trailer

‘খেলা হবে…’, ‘চেঙ্গিজ’-এর ট্রেলারে হুঙ্কার সুপারস্টার জিতের

হিন্দি ও বাংলা দুই ভাষাতেই একসঙ্গে মুক্তি পাবে ছবিটি।

Here is the trailer of Jeet starrer Chengiz | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 3, 2023 3:05 pm
  • Updated:April 3, 2023 4:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মদিনে প্রকাশ করেছিলেন টিজার। এবার একসঙ্গে ‘চেঙ্গিজ’-এর (Chengiz) হিন্দি ও বাংলা ট্রেলার প্রকাশ করলেন জিৎ (Jeet)। আর তাতেই দিলেন ‘খেলা হবে’ হুঙ্কার।

Chengiz-2

Advertisement

প্রথম বাংলা ছবি হিসেবে হিন্দি ও বাংলা দুই ভাষাতেই একসঙ্গে মুক্তি পাবে ‘চেঙ্গিজ’। ছবিতে ১৯৭০ সালের কলকাতা শহর ও তার অন্ধকার জগতের কাহিনি ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে বিভিন্ন এলাকার গ্যাংস্টারদের দেখানো হয়েছে। কিন্তু এদের সকলকে মাত দেওয়ার ক্ষমতা শুধু একজনেরই রয়েছে। জয়দেব সিং ওরফে ‘চেঙ্গিজ’।

[আরও পড়ুন: ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়ার হুমকি! প্রযোজকের বিরুদ্ধে ইম্পার দ্বারস্থ স্বস্তিকা ]

চমক দিতে খুবই ভালবাসেন টলিউডের হ্যান্ডসাম নায়ক জিৎ। তাই তো বড়পর্দায় যখনই আসেন হইচই পড়ে যায় টলিপাড়ায়। গত এপ্রিলে মুক্তি পাওয়া ‘রাবণ’ ছবিতে নতুন অবতারে হাজির হয়ে চমকে দিয়েছিলেন। আর এবার নতুন ছবি ‘চেঙ্গিজে’র মধ্যে দিয়ে ফের অনুরাগীদের ভরপুর অ্যাকশন উপহার দিতে চলেছেন। তাও আবার ইদের (Eid 2023) অবসরে।

জিৎ, গোপাল মদনানি ও অমিত জুমরানির প্রযোজনায় তৈরি হয়েছে ‘চেঙ্গিজ’। ছবিটি পরিচালনা করছেন রাজেশ গঙ্গোপাধ্যায়। নীরজ পাণ্ডের সঙ্গে মিলে যৌথভাবে তিনিই ছবির চিত্রনাট্য লিখেছেন। ছবিতে জিতের বিপরীতে থাকছেন ‘প্রেমটেম’ খ্যাত অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রোহিত রায়, শতাফ ফিগার। আগামী ২১ এপ্রিল সিনেমা হলে আসছে ‘চেঙ্গিজ’।

 

[আরও পড়ুন: ‘দু’টো বিয়ে করব’, বেনারসি পরেই থানায় তাণ্ডব নববধূর! ভাইরাল ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement