সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সেনার অন্দরমহলে কান পাতলে আজও শোনা যায় স্যাম বাহাদুরের নাম৷ দেশের প্রতিরক্ষায় অসমসাহসের পরিচয় রেখেছেন অনেকেই৷ কিন্তু সাহস, বীরত্ব, রসবোধ সব মিলিয়ে স্যাম যেন এক বর্ণময় কিংবদন্তি৷ এমন চরিত্রকেই ক্যামেরাবন্দি করেছেন পরিচালক মেঘনা গুলজার। তার পরিচালনায় স্যাম মানেকশ হয়েছেন ভিকি কৌশল (Vicky Kaushal)। প্রকাশ্যে এল ‘স্যাম বাহাদুর’ ছবির টিজার।
দেশের ডেয়ারডেভিল আর্মি জেনারেলদের একজন স্যাম বাহাদুর৷ ১৯৭১-এ পাক সেনার অনুপ্রবেশ আটকানো সম্ভব হয়েছিল তাঁর নেতৃত্বেই৷ এরকমই এক যুদ্ধক্ষেত্রে মারাত্মক জখম হয়েছেন স্যাম৷ শরীরে বিঁধে আছে সাত সাতটা বুলেট৷ চিকিৎসক অস্ত্রোপচারের সময় জানতে চাইলেন, হয়েছে কী? স্যাম বাহাদুরের নিরুত্তাপ জবাব, ‘ও কিছু নয়, একটা বাঁদরে লাথি মেরেছে এই যা৷’ এমন মানুষের বলার ভঙ্গি বেশ ভালভাবেই আয়ত্ত্ব করেছেন ভিকি। পালটে ফেলেছেন বাচনভঙ্গি।
প্রসঙ্গত, বলিউডে ভিকির অভিনয় সফর ‘লাভ শাভ তে চিকেন খুরানা’র মাধ্যমে শুরু হলেও তাঁর পায়ের তলার জমি শক্ত হয়েছিল মেঘনার ‘রাজি’ সিনেমার মাধ্যমে। ছবিতে আলিয়া ভাটের স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন ভিকি। এর আগে ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’-এ সেনা অফিসারের চরিত্রে অভিনয় করে জাতীয় পুরস্কার পেয়েছিলেন অভিনেতা। এবারও বেশ স্যাম বাহাদুরের চরিত্রে তাঁকে বেশ মানিয়েছে।
ছবি স্যাম বাহাদুরের স্ত্রী সিলু মানেকশর চরিত্রে অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা। আর ফতিমা সানা শেখ হয়েছেন ইন্দিরা গান্ধী। অভিনেতা নীরজ কবিকে দেখা যাবে জওহরলাল নেহেরুর চরিত্রে। পাকিস্তান সেনাবাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক ইয়াহিয়া খান হিসেবে দেখা যাবে মহম্মদ জিসান আয়ুবকে। এছাড়াও একাধিক বিদেশি অভিনেতা রয়েছেন। বছরের শেষ মাসের প্রথম দিনে অর্থাৎ পয়লা ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘স্যাম বাহাদুর’ (Sam Bahadur)।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.