Advertisement
Advertisement

Breaking News

Mimi Chakraborty

ফের রবীন্দ্র সঙ্গীতে মিমি চক্রবর্তী, মৌসুনি দ্বীপের সম্মোহনে গাইলেন ‘তোমার খোলা হাওয়া’

রাজ্যের পর্যটনকে উৎসাহ জোগাতেই মৌসুনি দ্বীপে শুটিং মিমির, দেখুন আগাম ঝলক।

Here is the teaser of Mimi Chakraborty’s upcoming Rabindr Sangeet ‘Tomar Khola Hawa’ | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 22, 2020 1:31 pm
  • Updated:December 22, 2020 1:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে জল্পনার অবসান। ক’দিন ধরেই নিজের শুটিংয়ের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করছিলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। কীসের শুটিং করছেন? অনুরাগীদের কাছেই সে প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন। অনেকেই উত্তর দিয়েছিলেন। কথা রেখে তাঁদের নামও সরাসরি সোশ্যাল মিডিয়ায় উল্লেখ করেছেন মিমি। এবার লাল পোশাকে মৌসুনি (Mousuni) দ্বীপে ঘুরে বেড়ানোর কারণ ইনস্টাগ্রামে জানালেন অভিনেত্রী-সাংসদ। আবারও একবার রবীন্দ্রসংগীত গাইলেন টলিউড তারকা। এবার মাতলেন ‘তোমার খোলা হাওয়া’র (Tomar Khola Hawa) সুরে। প্রকাশ করলেন গানের আগাম ঝলক।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mimi (@mimichakraborty)

Advertisement

[আরও পড়ুন: মাদক কাণ্ডে গ্রেফতার হতে পারেন অর্জুন রামপাল? বাড়ছে জল্পনা]

রবীন্দ্রসংগীত মিমির বড় প্রিয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর বিনোদন জগতের সফর শুরুর কাহিনি। ‘গানের ওপারে’র পুপের স্মৃতি আজও বাঙালি দর্শকদের মনে অমলিন। সেই স্মৃতি ফিরিয়ে এর আগেও রবীন্দ্রসংগীত গেয়েছেন মিমি। ১২ জুন প্রকাশ্যে এসেছিল তাঁর প্রথম রবীন্দ্রসংগীতের মিউজিক ভিডিও ‘আমার পরাণ যাহা চায়’। সেখানের গীতবিতান হাতে রবিগানের সুরে ভেসেছিলেন অভিনেত্রী। ২১ লক্ষেরও বেশি মানুষ ইউটিউবে (Youtube) গানটি দেখেছেন। গানের এই সফর মিমিকে চালিয়ে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন অনেকে।

অনুরাগীদের আবদার রেখেছেন মিমি। মঙ্গলবার সকালেই প্রকাশ করেছেন ‘তোমার খোলা হাওয়া’র টিজার। টিজারের শুরুতে কবিতাও বলেছেন অভিনেত্রী সাংসদ। কবিতায় নিজেকে খোঁজার বার্তা দিয়েছেন মিমি। শুনিয়েছেন সরল প্রেমের কাব্য লেখার কাহিনি। মৌসুনি দ্বীপের উজ্জ্বল রোদ মেখে লাল পোশাকে হয়ে উঠেছেন মোহময়ী। শুটিংয়ের পাশাপাশি স্থানীয়দের সঙ্গে কথাও বলেছেন মিমি। শুনেছেন তাঁদের সমস্যার কথা। শোনা গিয়েছে, পর্যটন কেন্দ্র হিসেবে মৌসুনির উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কাছে একটি প্রস্তাবও পেশ করবেন অভিনেত্রী-সাংসদ। ২৭ ডিসেম্বর প্রকাশ্যে আসবে মিমির নতুন এই মিউজিক ভিডিও। তার আগের এই আগাম ঝলকে অনুরাগীর উৎসাহ বাড়িয়ে দিলেন টলি বিউটি।

[আরও পড়ুন: মুম্বইয়ের নাইট ক্লাবে পুলিশি হানা, গ্রেপ্তার সুরেশ রায়না ও গুরু রনধাওয়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement