Advertisement
Advertisement

Breaking News

Indubala Bhaater Hotel Teaser

মাথায় পাকা চুল, চোখে চশমা, ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজের টিজারে শুভশ্রীকে চেনাই দায়!

কল্লোল লাহিড়ীর উপন্যাস অবলম্বনে তৈরি সিরিজটি।

Here is the Teaser of Indubala Bhaater Hotel | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:January 29, 2023 2:47 pm
  • Updated:January 29, 2023 2:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোখে মোটা ফ্রেমের চশমা, মাথাভরা পাকা চুল আর হাতে রান্নার জাদু। এভাবেই ইন্দুবালা হয়ে উঠেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। দেবালয় ভট্টাচার্য পরিচালিত ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজের ফার্স্টলুকে চমকে দিয়েছিলেন অভিনেত্রী। রবিবার প্রকাশ্যে এল টিজার।

Indubala-Bhaater-Hotel

Advertisement

বিয়ের পর সিনেমার পর্দায় ক্যামব্যাকের করেই একের পর এক চমক দিচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ‘পরিণীতা’, ‘হাবজি গাবজি’, ‘ধর্মযুদ্ধ’ সব ছবিতেই নতুন নতুন অবতারে পর্দায় এসে অনুরাগীদের চমকে দিয়েছেন। এবার সিরিজে পা রাখলেন অভিনেত্রী। আর তাতেই তাঁর রূপে দেখা গিয়েছে বড়সড় পরিবর্তন। প্রস্থেটিকের সাহায্যে বৃদ্ধার বেশ ধারণ করেছেন। আর তাতেই বাজিমাত করেছেন টলিউডের সুন্দরী।

[আরও পড়ুন: ‘পাঠানে’র সাফল্যের মাঝেই বিরতি নেওয়ার কথা জানালেন শাহরুখ, নেটদুনিয়ায় হইচই]

কল্লোল লাহিড়ীর উপন্যাস ‘ইন্দুবালা ভাতের হোটেল’কে ওয়েব সিরিজের রূপ দিচ্ছেন দেবালয়। সেই সিরিজেই মুখ্য ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে। হইচইয়ে দেখা যাবে এই সিরিজ। টিজারে ইন্দুবালার হাতের জাদুর পাশাপাশি অতীতে টানাপোড়েনের কাহিনি দেখানোরও আভাস দিয়েছেন পরিচালক। যাতে ঠাঁই পেয়েছে দেশ ছাড়ার ইতিহাস, স্বজন হারানোর যন্ত্রণা। এর পাশাপাশি বাঙালির একান্ত আপন রসনাতৃপ্তির নানা কাহিনিও দেখা যেতে পারে।

Indubala-Bhaater-Hotel-1

ইন্দুবালা হিসেবে শুভশ্রীকে দেখে প্রশংসা অনেকেই করেছেন। কেউ কেউ আবার সমালোচনাও করেছিলেন। ইন্দুবালার বেশি বয়সের চরিত্রে কি কোনও বয়স্ক অভিনেত্রীকে নেওয়া যেত না? এমনটাই প্রশ্ন ছিল নিন্দুকদের। সংবাদ প্রতিদিন ডিজিটালকে সাক্ষাৎকার দিতে গিয়ে এই প্রশ্নের জবাব দিয়েছিলেন শুভশ্রী। অভিনেত্রী বলেন, “যদি অন্য কোনও বয়স্ক মহিলাকে নিত তাহলে আমি কাজটা করতাম না। এটাই এই চরিত্রের চ্যালেঞ্জিং পার্ট। এই সুযোগটা ছিল বলেই এই চরিত্রটা আমাকে আকর্ষণ করেছে। আমাকে পরিশ্রম করার সুযোগ দিয়েছে। আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে। তাই আমরা এভাবে কাজটা করেছি।” মার্চ মাস থেকেই হইচই (Hoichoi) প্ল্যাটফর্মে দেখা যাবে ‘ইন্দুবালা ভাতের হোটেল’ (Indubala Bhaater Hotel )।

[আরও পড়ুন: ‘মাথার উপর থেকে মায়ের হাত সরে গেল…’, মা’কে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন রাখি সাওয়ান্ত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement