Advertisement
Advertisement

Breaking News

Sushmita Sen

ললিত কাণ্ড অতীত! শুটিংয়ে সুস্মিতা, এবার তৃতীয় লিঙ্গের মানুষের ভূমিকায় অভিনেত্রী?

পুণেতে শুটিং করতে দেখা গিয়েছে প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরীকে। তাতেই শুরু জল্পনা।

Here is the rumor about Sushmita Sen's shooting picture | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 26, 2022 5:04 pm
  • Updated:October 10, 2022 12:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। সেসব ভুলে এখন শুটিংয়ে মন দিয়েছেন সুস্মিতা সেন (Sushmita Sen)। পুণেতে শুটিং করতে দেখা গিয়েছে প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরীকে। তাতেই নতুন জল্পনা শুরু হয়েছে। 

Sushmita-Sen

Advertisement

গত ১৪ সেপ্টেম্বর নতুন ওয়েব সিরিজের শুটিংয়ের কথা জানিয়েছিলেন সুস্মিতা। সেই সময় মনে করা হয়েছিল, অভিনেত্রী হয়তো ‘আরিয়া’ সিরিজের নতুন মরশুমের শুটিং শুরু করেছেন। তবে শুটিংয়ের যে ছবি প্রকাশ্যে এসেছে। তাতে ভিন্ন লুকে দেখা গিয়েছে সুস্মিতাকে। উজ্জ্বল নীল রঙের শাড়ি পরেছেন অভিনেত্রী। কপালে চওড়া টিপ। মাথার চুল খোঁপা করে বাঁধা রয়েছে সুস্মিতার। তাতে আবার ফুল জড়ানো।

[আরও পড়ুন: ‘মোদিজি পারলে আমি কেন পারব না? ভোটে লড়ব’, হেমা মালিনীকে পালটা দিলেন রাখি]

অভিনেত্রীর এই লুক দেখেই নতুন জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, তৃতীয় লিঙ্গের গৌরী সাওয়ান্তের ভূমিকায় অভিনয় করছেন সুস্মিতা। গৌরীর জীবনের কাহিনিই ওয়েব সিরিজে ফুটিয়ে তোলা হবে।

কিন্তু কে এই গৌরী সাওয়ান্ত?

Sushmita-Gauri

পুণেতে গণেশ নামে জন্ম হয়েছিল তাঁর। বাবা ছিলেন কড়া পুলিশকর্মী। অল্প বয়সেই মাকে হারান গৌরী। ঠাকুমা তাঁকে বড় করে তোলেন। আঠেরো বছর বয়সে বাড়ি ছাড়েন গৌরী। তাঁর কারণে বাবার কষ্ট হোক, তা চাননি বলেই ঘর ছাড়েন। বাড়ি ছাড়ার পর মুম্বইয়ে চলে আসেন গৌরী। সেখানে স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে কাজ করতে শুরু করেন। নানা সমাজসেবামূলক কাজ করেছেন গৌরী। যৌনকর্মী এবং লিঙ্গের ভিত্তিতে সংখ্যালঘু মানুষের পাশে দাঁড়ান তিনি। রূপান্তরিত, রূপান্তরকামী বা তৃতীয় লিঙ্গের মানুষরা যাতে শিশুদের দত্তক নেওয়ার অধিকার পান। সেই লড়াইয়ের অংশীদার হন তিনি। নিজে এক শিশুকন্যাকে দত্তক নেন। গৌরীর কাহিনি এক বিজ্ঞাপনেও দেখা গিয়েছিল। এবার ওয়েব সিরিজে দেখা যেতে পারে, এমন খবরই শোনা যাচ্ছে। 

[আরও পড়ুন: আর্থিক তছরুপ মামলা: উকিলের ছদ্মবেশে আদালতে গিয়ে জামিন পেলেন জ্যাকলিন!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement