Advertisement
Advertisement

Breaking News

Sunny Leone

কী কারণে সানি লিওনির বাংলাদেশের ভিসা বাতিল? মুখ খুলল ঢাকা

নতুন ছবির শুটিংয়েই বাংলাদেশে যাওয়ার কথা ছিল সানির।

Actress Sunny Leone denied work permit by Bangladesh for shooting soldiers | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:March 12, 2022 1:51 pm
  • Updated:March 12, 2022 1:55 pm  

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশের জনপ্রিয় পরিচালক শামীম আহমেদ রনির নতুন ছবি ‘সোলজার’-এর শুটিংয়ে বাংলাদেশে যাওয়ার কথা ছিল সানি লিওনির (Sunny Leone)। সানির সঙ্গে যাওয়ার কথা ছিল আরও ১০ কলাকুশলীরও। তবে অন্যান্য সবাই ভিসা পেলেও সানি লিওনির ভিসা বাতিল করে বাংলাদেশের সরকার। গত বৃহস্পতিবার বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের তরফ থেকেই এই খবর জানানো হয়েছে। তবে প্রথমে ভিসা বাতিলের কারণ স্পষ্ট না করলেও, সম্প্রতি সানি লিওনির ভিসা বাতিল নিয়ে মুখ খুললেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বলিউড অভিনেত্রী সানি লিওনি দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসার ভিসা না পাওয়ায় মিডিয়ায় এনিয়ে ব্যাপক লেখালেখি চলছে। প্রথমে বলা হয়েছিল তার বাংলাদেশ সফরের বিরোধিতা করেছে মৌলবাদীগোষ্ঠী। কেননা তিনি খোলামেলা পোশাকে অভ্যস্ত। ২০১৫ সালেও নাকি একই কারণে তার ভিসা মঞ্জুর হয়নি বাংলাদেশ আগমনের। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ভারতীয় যে অভিনয়শিল্পী দলকে ভিসা দেওয়া হয়, তাদের একজন ছিলেন সানি লিওনি। কিন্তু তার সানি লিওনি নামটি গোপন করে মার্কিন নাগরিক পরিচয়ে আবেদন করা হয়েছিল। এভাবে পরিচয় গোপন করে অনুমতি নেওয়া আইনবহির্ভূত। এটি যখন মন্ত্রণালয়ের নজরে আসে, তখন তার বাংলাদেশে আসার অনুমতি বাতিল করা হয়।’ প্রামাণ্যচিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর বিশেষ অতিথি এবং উৎসব পরিচালক তারেক আহমেদ স্বাগত বক্তব্য রাখেন।’

Advertisement

[আরও পড়ুন: আচমকা আইনি বিপাকে ‘ইন্ডিয়ান আইডল ১২’ খ্যাত পবনদীপ-অরুণিতা জুটি! কিন্তু কেন? ]

এবার সানি লিওনের বাংলাদেশ সফরের ভিসা বাতিল প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, নাম লুকিয়ে মার্কিন পাসপোর্ট দিয়ে ভিসার আবেদন করায় সানি লিওনির ভিসা বাতিল করা হয়েছে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাসান মাহমুদ গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানী ঢাকার আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত মুক্তি ও মানবাধিকার বিষয়ক প্রামাণ্যচিত্র উৎসব – দশম লিবারেশন ডকফেস্ট উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ভারতীয় যে অভিনয়শিল্পী দলকে ভিসা দেওয়া হয়, তাদের একজন ছিলেন সানি লিওনি। কিন্তু তার সানি লিওনি নামটি গোপন করে মার্কিন নাগরিক পরিচয়ে আবেদন করা হয়েছিল। এভাবে পরিচয় গোপন করে অনুমতি নেওয়া আইনবহির্ভূত। এটি যখন মন্ত্রণালয়ের নজরে আসে, তখন তার বাংলাদেশে আসার অনুমতি বাতিল করা হয়।’ 

Sunny leone

গত বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রকের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘অনিবার্যকারণে’ করনজিৎ কর ওয়েভারের (সানি লিওনি) বাংলাদেশে আগমনের অনুমতি (ওয়ার্ক পারমিট) বাতিল করা হয়েছে। এ সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান মেসার্স চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেট। প্রযোজক সেলিম খান জানান, তিনি এখন আর সিনেমাটিই নির্মাণ করবেন না। তবে এর কোনো কারণ জানাতে চাননি তিনি। এর আগে সেলিম খানের আরেক প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ায় ‘বিক্ষোভ’ নামে একটি চলচ্চিত্রে সানি লিওনির আইটেম গান রাখা হয়েছিল। পরে সিনেমা থেকে গানটি ফেলে দিয়েছিল প্রযোজনা প্রতিষ্ঠানটি। তবে গুঞ্জনে রয়েছে ইসলামীক সংগঠনের আপত্তিতেই সানি লিওনির বাংলাদেশ সফরে বাধা পড়েছে। 

‘সোলজার’ চলচ্চিত্রের অন্য বিদেশি শিল্পীরা ছিলেন- কৌশানী মুখার্জি, রাহুল দেব কৌশাল, রাজেশ কুমার শর্মা, রজতাভ দত্ত, বরজ কল, শান্তি লাল মুখার্জি, খরাজ মুখার্জি, বিক্রম আনন্দ সাবেরাওয়াল, দেবাশীষ মুখার্জি ও সুপ্রিম দত্ত।

[আরও পড়ুন: ছোটপর্দায় ফিরছে ‘গোয়েন্দা গিন্নি’? রহস্য ফাঁস করলেন ইন্দ্রাণী হালদার ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement