Advertisement
Advertisement

Breaking News

Durgo Rawhoshyo Teaser

‘ব্যোমকেশ’ দেবের পর অনির্বাণের পালা, প্রকাশ্যে সৃজিতের ‘দুর্গ রহস্য’র টিজার

দেড় মিনিটের এই ভিডিওতে টানটান রহস্যের আভাস।

Here is the Official Teaser Durgo Rawhoshyo | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:August 13, 2023 4:38 pm
  • Updated:August 13, 2023 4:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়পর্দায় ‘ব্যোমকেশ’, ওয়েব দুনিয়ায় অনির্বাণ। এবার আরও এক ব্যোমকেশের পালা। বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ গত শুক্রবার মুক্তি পেয়েছে সিনেমা হলে। রবিবার প্রকাশ্যে এল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘দুর্গ রহস্য’র (Durgo Rawhoshyo) টিজার।

Durgo-Rawhoshyo-1

Advertisement

ব্যোমকেশ হচ্ছেন দেব। সেই ছবি পরিচালনা করছেন সৃজিত। প্রথমে এ খবরই শোনা গিয়েছিল। কিন্তু পরে সৃজিত জানিয়ে দেন তিনি ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’ পরিচালনা করছেন না। বিরসা দাশগুপ্তর পরিচালনায় শুটিং করেন দেব। তাঁর সত্যবতী ও অজিত হিসেবে দেখা যায় রুক্মিণী মৈত্র ও অম্বরীশ ভট্টাচার্যকে।

[আরও পড়ুন: হিন্দুত্ববাদীদের হুংকারকে ‘বুড়ো আঙুল’! অক্ষয় বলছেন, ‘প্রতিটা স্কুলে OMG 2 দেখানো উচিত’]

এদিকে সৃজিতের ‘দুর্গ রহস্য’ এসভিএফের প্রযোজনায় তৈরি হয়েছে। আর তাতে ব্যোমকেশ হয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। সত্যবতী সোহিনী সরকার এবং অজিত রাহুল বন্দ্যোপাধ্যায়। ‘সত্যান্বেষী সবাই। শুধু সবার সত্যটা আলাদা’, টিজারে একথাই বলছেন ‘ব্যোমকেশ’ অনির্বাণ। আর টানটান রহস্যের মুহূর্তের আভাস দিয়েছেন পরিচালক সৃজিত।

এর আগে ব্যোমকেশ নিয়ে নানা পোস্ট দিয়েছেন দেব ও সৃজিত। তাতেই নানা জল্পনা ছড়িয়েছে। দু’জনের মনোমালিন্য নিয়েও নানা কথা হয়েছে। তবে ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’র টিজারে ‘দুর্গ রহস্য’র টিমকে ডেকে যাবতীয় জল্পনার অবসান ঘটান দেব। সৃজিত মুখোপাধ্যায়কে পাশে নিয়ে আবার নিজের প্রযোজনা সংস্থার অফিস থেকে একটি ছবি পোস্ট করেন দেব। যার ক্যাপশনে লেখেন, “অবশেষে ফাইনাল… আমরা আসছি ২০২৪ সালে।” তাতেও হইচই পড়ে যায়। মনে করা হচ্ছে, নতুন ছবির জন্যই জুটি বেঁধেছেন অভিনেতা-পরিচালক। সে যাই হোক, আপাতত হইচই প্ল্যাটফর্মে ‘দুর্গ রহস্য’ আসার অপেক্ষা।

[আরও পড়ুন: ‘OMG 2’ ছবিতে ধর্মের অপমান! অক্ষয়কে চড় মারলেই ১০ লক্ষ পুরস্কার ঘোষণা হিন্দু সংগঠনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement