Advertisement
Advertisement

Breaking News

Holi Plan

দোলের দিন ভাং খাবেন সৌরভ-দর্শনা? সন্দীপ্তা-সৌম্যর কী প্ল্যান?

প্রিয়জনকে রাঙিয়ে দেওয়ার এই তো সময়।

Here is the Holi Plan of Saurav Das, Darshana Banik and Sandipta Sen, Soumya Mukherjee
Published by: Suparna Majumder
  • Posted:March 20, 2024 10:12 am
  • Updated:March 20, 2024 10:22 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ললিত-রঙ্গে রস-তরঙ্গে প্রাণের সঙ্গে হোলি খেলো’ — হোলি হোক বা দোলযাত্রা, প্রেমে প্রশ্রয় পাওয়া মনে এখন এই সুর। আর মাত্র কয়েকটা দিন। তার পরই প্রিয়জনকে রাঙিয়ে দেওয়ার পালা। সৌরভ-দর্শনা ও সন্দীপ্তা সৌম্য, টলিউডের এই নবদম্পতির এবার বিয়ের পরের প্রথম রং উৎসব। কী করবেন?

Saurav-Darshana-Sandipta-1

Advertisement

গত বছরের শেষেই সাতপাকে বাঁধা পড়েছেন সৌরভ দাস ও দর্শনা বণিক। বিয়ের পর এখনও পর্যন্ত হানিমুনে যাওয়ার সুযোগ পাননি। দোলের দিন কী করবেন? প্রশ্নের উত্তরে সংবাদমাধ্যমকে দর্শনা জানান, আগে নিজেদের চেতলার ফ্ল্যাটে পুজো দেবেন। সেদিনই সেরে ফেলবেন গৃহপ্রবেশ। কয়েকজন বন্ধুবান্ধবকে ডাকবেন এই অনুষ্ঠানে। সন্ধ্যার দিকে সৌরভদের বেহালার বাড়িতে যাবেন। ছাদটা বড় সুন্দর। দারুণ আড্ডা দেওয়া যায়।

[আরও পড়ুন: সন্তানের জন্ম নিয়ে বড় সিদ্ধান্ত দীপিকার! মুম্বই ছেড়ে যাচ্ছেন কোথায়?]

দোলের দিন ভাং, সিদ্ধি খাওয়ার চল তো রয়েছে। তা দিয়ে কি একটু গলা ঠান্ডা করবেন? একেবারেই না। জানিয়ে দেন দর্শনা। এ নিয়ে তাঁর আর সৌরভের খুব ভালো অভিজ্ঞতা নেই বলেও জানান। ২০২২ সালে নীল-তৃণার বাড়িতে একবার ভাং পানের আয়োজন করা হয়েছিল। ঝোঁকের বশে তা খেয়ে ফেলেছিলেন সৌরভ-দর্শনা। তার পর যা হয়েছিল, সেই অভিজ্ঞতার পর আর ভাং না ছোঁয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারকা দম্পতি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Darshana Banik (@darshanabanik)

সৌরভ-দর্শনা না পারলেও সন্দীপ্তা সেন ও সৌম্য মুখোপাধ্যায় কিন্তু স্বপ্নের শহর প্যারিসে মধুর মধুচন্দ্রিমা সেরে এসেছেন। দোলের দিন কী করবেন? সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানান, এবারের রং উৎসবে তাঁরা কলকাতায় থাকছেন না। যাচ্ছেন বেঙ্গালুরু। সেখানে অভিনেত্রীর বান্ধবী থাকেন। সদ্য সন্তানের জন্ম দিয়েছেন তিনি। একরত্তিকে দেখতেই যাচ্ছেন সন্দীপ্তা-সৌম্য। এমনিতেও রং থেকে দূরে থাকেন তাঁরা। অল্প আবিরের ছোঁয়াতেই উৎসবের আনন্দ উপভোগ করেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by The Wedding Canvas (@twc2014india)

[আরও পড়ুন: ভিকির হাত ফসকে বলিউডের এই নায়কের ঝুলিতে ‘অশ্বত্থামা’! বড় ঘোষণা প্রযোজনা সংস্থার ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement