Advertisement
Advertisement

Breaking News

Flashback look

‘ফ্ল্যাশব্যাক’-এ লুকিয়ে রহস্য, নয়া লুকে নজর কাড়লেন কৌশিক-বুবলি-সৌরভ

বাংলাদেশের জনপ্রিয় পরিচালক রাশেদ রাহার পরিচালনায় নতুন ছবিতে কাজ করছেন তিনজন।

Here is the Flashback look of Kaushik Ganguly, Saurav Das and Bangladeshi Actress Bubly | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:January 19, 2024 5:06 pm
  • Updated:January 19, 2024 5:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় পরিচালক রাশেদ রাহার পরিচালনায় তৈরি হচ্ছে নতুন ছবি ‘ফ্ল্যাশব্যাক’ (Flashback)। ছবিতে মুখ্য ভূমিকায় কৌশিক গঙ্গোপাধ্যায়, সৌরভ দাস ও শবনম বুবলি। এই খবর আগেই প্রকাশ্যে এসেছিল। এবার প্রকাশ্যে এল চরিত্রদের লুক।

Flashback-Bengali-movie-Kaushik
নিজস্ব চিত্র

ছবিতে কৌশিক গঙ্গোপাধ্যায়ের চরিত্রের নাম অঞ্জন। একজন প্রখ্যাত মঞ্চাভিনেতা। কিন্তু বহুদিন ধরে স্টেজের সঙ্গ ত্যাগ করেছে অঞ্জন। নিজেকে যেন লুকিয়ে রেখেছে। কিন্তু এর মধ্যেও চালিয়ে যাচ্ছে অভিনয়। মঞ্চে নয়, বাস্তব জীবনে। এদিকে সৌরভের চরিত্রের নাম ডিকে। ভবঘুরে সে। বুবলির চরিত্র আবার ফিল্মমেকারের। নাম শ্বেতা। এই তিনজনের জীবনকে কেন্দ্র করেই এগোয় গল্প।

Advertisement

[আরও পড়ুন: ‘খুব মিস করি তোমায়…’, জন্মদিনে সৌমিত্র স্মরণে প্রসেনজিৎ-অতনু]

তিন চরিত্র ভিন্ন পথের পথিক। কিন্তু সময় তাদের একই গতিপথে নিয়ে আসে। পাহাড়ে দেখা হয় অঞ্জন, শ্বেতা, ডিকের। তার পরই শুরু হয় ‘ফ্ল্যাশব্যাক’-এর রহস্য। এই রহস্যের তল কি তিনমূর্তি পাবে? প্রশ্নের উত্তর সিনেমা হলেই পাওয়া যাবে। নারায়ণ চট্টোপাধ্যায় ও কাজী জাফরিন মুনের প্রযোজনায় তৈরি ‘ফ্ল্যাশব্যাক’। ব্যানার ‘এ ব্লু হোয়েল এন্টারটেইনমেন্ট’ ও ‘বিগ আর এন্টারটেইনমেন্ট’। নতুন এই ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাসার নির্ঝর। কাহিনি রাশেদ রাহা ও নির্ঝরের।

Sourav-Bubli
নিজস্ব চিত্র

ছবি নিয়ে কথা বলতে গিয়ে পরিচালক রাশেদ রাহা বলেন, “এই ছবিতে অঞ্জনের চরিত্রে অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় অনবদ্য। অন্যদিকে শ্বেতা ও ডিকের চরিত্রে সৌরভ ও শবনম বুবলি অসাধারণ।” কলকাতার পাশাপাশি উত্তরবঙ্গে ‘ফ্ল্যাশব্যাক’-এর শুটিং হবে বলেই খবর।

[আরও পড়ুন: রামমন্দির উদ্বোধনে থাকবেন আডবাণী, দায়িত্ব নিল বিশ্ব হিন্দু পরিষদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement