সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। পাত্র সৌম্য মুখোপাধ্যায়। গোধূলি লগ্নে হল শুভদৃষ্টি। সৌম্যর গলায় মালা দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন সন্দীপ্তা।
ম্যাজেন্টা রঙের বেনারসিতে সেজে উঠেছিলেন সন্দীপ্তা। অন্যদিকে, সৌম্য সাজলেন হালকা গোলাপি রঙের কুর্তায়। সন্দীপ্তা ও সৌম্যর বিয়ের পৌরহিত্য করলেন নন্দিনী ভৌমিক। একেবারে ছিমছামভাবে বিয়ে হল সন্দীপ্তা ও সৌম্যর। তবে মালাবদলের সময় বেজে উঠল ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির ‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’ গানটি। একেবারে ফিল্মি কায়দায় সৌম্যর গলায় মালা দিলেন সন্দীপ্তা।
২০০৭ সালে দুর্গা ধারাবাহিক থেকে অভিনয়ে কেরিয়ার শুরু করেন সন্দীপ্তা (Sandipta Sen)। প্রথম ধারাবাহিক থেকেই নজর কেড়েছিলেন তিনি। আর জনপ্রিয়তার সঙ্গে সঙ্গেই সন্দীপ্তাকে নিয়ে টলিপাড়ায় জোর গুঞ্জনও শুরু হয়। তাঁর প্রেম, বিয়ে নিয়েও মাঝে মধ্যে নানা খবর রটে। সেই সব গুঞ্জনে ইতি টানতেই প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়কে প্রকাশ্যে নিয়ে এসেছিলেন। এবার সেই সৌম্যর সঙ্গেই নতুন পথচলা শুরু সন্দীপ্তার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.