Advertisement
Advertisement

Breaking News

Sandipta Sen

সাত পাকে বাঁধা পড়লেন সন্দীপ্তা-সৌম্য, দেখে নিন বিয়ের প্রথম ছবি

বলিউডি গানের সুরে সন্দীপ্তার মালাবদল।

Here is Actress Sandipta Sen Wedding Photo| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 7, 2023 7:56 pm
  • Updated:December 7, 2023 9:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। পাত্র সৌম্য মুখোপাধ্যায়। গোধূলি লগ্নে হল শুভদৃষ্টি। সৌম্যর গলায় মালা দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন সন্দীপ্তা।

ম্যাজেন্টা রঙের বেনারসিতে সেজে উঠেছিলেন সন্দীপ্তা। অন্যদিকে, সৌম্য সাজলেন হালকা গোলাপি রঙের কুর্তায়। সন্দীপ্তা ও সৌম্যর বিয়ের পৌরহিত্য করলেন নন্দিনী ভৌমিক। একেবারে ছিমছামভাবে বিয়ে হল সন্দীপ্তা ও সৌম্যর। তবে মালাবদলের সময় বেজে উঠল ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির ‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’ গানটি। একেবারে ফিল্মি কায়দায় সৌম্যর গলায় মালা দিলেন সন্দীপ্তা।

Advertisement

[আরও পড়ুন: দাদুর সামনেই সুহানার হাতে হাত অগস্ত্যার, নাতবউ হিসেবে শাহরুখকন্যাকে গ্রিন সিগনাল বিগ বির?]

২০০৭ সালে দুর্গা ধারাবাহিক থেকে অভিনয়ে কেরিয়ার শুরু করেন সন্দীপ্তা (Sandipta Sen)। প্রথম ধারাবাহিক থেকেই নজর কেড়েছিলেন তিনি। আর জনপ্রিয়তার সঙ্গে সঙ্গেই সন্দীপ্তাকে নিয়ে টলিপাড়ায় জোর গুঞ্জনও শুরু হয়। তাঁর প্রেম, বিয়ে নিয়েও মাঝে মধ্যে নানা খবর রটে। সেই সব গুঞ্জনে ইতি টানতেই প্রেমিক সৌম্য মুখোপাধ্যায়কে প্রকাশ্যে নিয়ে এসেছিলেন। এবার সেই সৌম্যর সঙ্গেই নতুন পথচলা শুরু সন্দীপ্তার।

[আরও পড়ুন: টাটা থেকে আম্বানি, শচীন থেকে অমিতাভ! রাম মন্দিরের উদ্বোধনে চাঁদের হাঁট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement