সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরে গিয়ে ৩২ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আবার সেখানেই তাঁর মুখে শোনা গিয়েছে ‘আর্টিকেল ৩৭০’ সিনেমার কথা। এদিন বলিউড ছবির নাম নেওয়ার পরই বিজেপির জন্য ৩৭০টি আসন চান মোদি। সেই ভিডিও শেয়ার করে নায়িকা ইয়ামি গৌতম (Yami Gautam) দিলেন প্রতিক্রিয়া।
মঙ্গলবার জম্মুর মৌলানা আজাদ স্টেডিয়ামে বিরাট সংখ্যক জনতার সামনে প্রধানমন্ত্রী বলেন, “আমি শুনেছি বোধহয় এই সপ্তাহেই ৩৭০ নিয়ে তৈরি কোনও সিনেমা আসছে। আমার মনে হয় সারা দেশে আপনাদের জয়জয়কার হতে চলেছে। সিনেমা কেমন তা জানি না, কোনও টিভিতে শুনলাম এমন বিষয় নিয়ে তৈরি সিনেমা আসছে। ভালো, মানুষ ঠিকঠাক তথ্য জানতে পারবেন। বন্ধুরা, এই ৩৭০-র শক্তি দেখুন। ৩৭০ হওয়ার জন্যই আজ আমি সাহস করে আপনাদের বলতে পারছি আগামী নির্বাচনে বিজেপিকে ৩৭০ দিন আর আর এনডিএকে চারশো পার করে দিন।”
সংবাদ সংস্থা এএনআইয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের ভিডিও ‘X’ হ্যান্ডেলে পোস্ট করা হয়। সেই ভিডিও শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেন ইয়ামি। অভিনেত্রী লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘আর্টিকেল ৩৭০’ সিনেমা নিয়ে কথা বলছেন এটাই বিরাট সম্মানের। আমি ও আমার টিম আশা করছে যাতে আমরা আপনার প্রত্যাশা অনুযায়ী দারুণ একটা গল্প বড়পর্দায় তুলে ধরতে পারি।”
It is an absolute honour to watch PM @narendramodi Ji talk about #Article370Movie.
My team and I really hope that we all exceed your expectations in bringing this incredible story to the screen!
🙏🏻✨🇮🇳@AdityaDharFilms@jiostudios @B62Studios https://t.co/jgoqCPYuJL— Yami Gautam Dhar (@yamigautam) February 20, 2024
স্বামী আদিত্য ধরের প্রযোজনায় ও আদিত্য সুহাস জামভালের পরিচালনায় ‘আর্টিকেল ৩৭০’ সিনেমায় অভিনয় করেছেন ইয়ামি। তিনি ছাড়াও এ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রিয়মণি, অরুণ গোভিল, স্কন্ধ ঠাকুর, অশ্বিণী কউলের মতো অভিনেতা। বর্তমানে অন্তঃসত্ত্বা ইয়ামি। সেই অবস্থাতেই ছবির ট্রেলার লঞ্চে এসেছিলেন। আগামী শুক্রবার অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে ‘আর্টিকেল ৩৭০’।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.