সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসে পরিবারের সকলকে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন শিল্পী শেট্টি (Shilpa Shetty)। পায়ে ছিল তাঁর জুতো। এতেই সোশ্যাল মিডিয়ার একাংশের রোষানলে অভিনেত্রী। একের পর এক কটাক্ষ ধেয়ে আসে। চুপ থাকেননি শিল্পা। সোশ্যাল মিডিয়াতেই দিয়েছেন পালটা জবাব।
মঙ্গলবার সকালে পতাকা উত্তোলনের ভিডিও পোস্ট করেন শিল্পী। যাতে শিল্পার পাশাপাশি সকলেই জুতো পরে দাঁড়িয়ে ছিলেন। অভিনেত্রী এগিয়ে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। উপস্থিত সকলেই সেলাম করেন। ‘ভারত মাতা কি…’ বলেন অভিনেত্রী। বাকিরা দেন জয়ধ্বনি।
‘বন্দেমাতরম’ লিখে ভিডিওটি পোস্ট করেছিলেন শিল্পা। তাতেই কটাক্ষ শুরু হয়ে যায়। “আপনি জাতীয় পতাকার অপমান করেছেন। জুতো আর চপ্পল খুলে ফেলা উচিত ছিল”, “জুতোগুলো খুলুন…আর জাতীয় সংগীত বাজার সময় সোজা হয়ে দাঁড়িয়ে থাকুন। হাতজোড় করবেন না”, এমন মন্তব্য করা হয়েছে শিল্পার পোস্টে।
View this post on Instagram
এর জবাব দিয়ে অভিনেত্রী লেখেন, “জাতীয় পতার উত্তোলনের নিয়ম কানুন আমার জানা আছে। দেশ আর জাতীয় পতাকার প্রতি সম্মান আমার মনে গেঁথে রয়েছে। আমি ভারতের গর্বিত নাগরিক। সেই আবেগকে উদযাপন করার জন্যই আজকের এই অনুষ্ঠান। নিন্দুকরা (যাঁদের আমি সাধারণত এড়িয়ে যাই) অজ্ঞের মতো খবর আর নেতিবাচক মনোভাব ছড়াবেন না। আগে ভাল করে বিষয়গুলো জানুন আর তারপর চুপ থাকুন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.