Advertisement
Advertisement
Rohaan Sean Srijla

‘মন ফাগুনে’র সেটে শন-সৃজলার প্রেম! প্রেমিকার সঙ্গে দূরত্ব বেড়েছে? মুখ খুললেন রোহন

নিজের বক্তব্য স্পষ্ট জানালেন রোহন।

Here is how Rohaan Bhattacharjee reacted on Sean Banerjee and Srijla Guha's relationship rumor | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 27, 2022 4:42 pm
  • Updated:April 27, 2022 4:42 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোহিনী সরকার এবং রণজয় বিষ্ণুর বিচ্ছেদের গুঞ্জনে সরগরম টলিপাড়া। এর মধ্যেই আবার ছোটপর্দাতেও বিচ্ছেদের খবর শোনা যাচ্ছে। রটনা, ‘মন ফাগুন’ ধারাবাহিকে অভিনয় করতে করতে বাস্তবেও প্রেমে পড়েছেন  দুই মুখ্য চরিত্র শন বন্দ্যোপাধ্যায় (ঋষিরাজ) এবং সৃজলা গুহ (পিহু)। তাহলে কি অভিনেতা রোহন ভট্টাচার্যর (Rohaan Bhattacharjee) সঙ্গে সৃজলার দূরত্ব বেড়েছে? এই প্রশ্নের উত্তরে মুখ খুললেন ‘ভজ গৌরাঙ্গ’, ‘অপরাজিত অপু’ খ্যাত অভিনেতা। 

Rohaan Sean and Srijla

Advertisement

বেশ কিছুদিন ধরেই সৃজলার সঙ্গে সম্পর্কে রয়েছেন রোহন। তিনি নিজেও ছোটপর্দায় বেশ জনপ্রিয়। অন্যদিকে ‘মন ফাগুন’ (Mon Phagun) ধারাবাহিকের সৌজন্যে শন (Sean Banerjee) ও সৃজলা জুটি হিসেবে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। শোনা যাচ্ছে, সিরিয়ালে অভিনয় করতে করতেই শন ও সৃজলা বেশ কাছাকাছি চলে এসেছে। আর এই কারণেই রোহনের সঙ্গে অভিনেত্রীর দূরত্ব বেড়েছে। 

Rohaan and Srijla

[আরও পড়ুন: ‘অ্যাভেঞ্জার্স’ খ্যাত পরিচালক জুটির হলিউড ছবিতে ধনুষ, ফার্স্ট লুকে চমক দক্ষিণী তারকার]

এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে  এক সংবাদমাধ্যমকে রোহন জানিয়েছেন, কোনও জুটি দর্শকদের খুব বেশ পছন্দ হলে এমন কথা হয়েই থাকে। ‘ভজ গোবিন্দ’ ধারাবাহিকে অভিনয় করার সময় তাঁকে ও স্বস্তিকাকে নিয়েও এমন গুজব রটেছে। কিন্তু তাতে কোনও সত্যতা ছিল না। কিছুদিন আগেই বাবাকে হারিয়েছেন রোহন। অভিনেতা জানান, সেই কারণেই এখন মায়ের সঙ্গে বেশি করে সময় কাটাচ্ছেন তিনি। সৃজলাও (Srijla Guha) শুটিংয়ের কাজে ব্যস্ত থাকেন।  তাঁর ও সৃজলার মধ্যে এ বিষয়ে কোনও কথা হয়নি বলেই জানান অভিনেতা। 

Rohaan with Mother

আপাতত শরীরচর্চায় মন দিয়েছেন রোহন। নিয়মিত সেই ছবি সোশ্যাল মিডিয়ায় সে ছবি আপলোড করেন। কেরিয়ারে মন দিতে চান রোহন। শুধু সিরিয়াল নয়, সিনেমা এবং ওয়েব সিরিজেও কাজ করতে চান তিনি। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rohaan (@rohaan_bhattacharjee)

[আরও পড়ুন: গুরুতর অসুস্থ টলি অভিনেতা দীপক হালদার, নেটিজেনদের কাছে সাহায্য চাইলেন পরিচালক প্রদীপ্ত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement