Advertisement
Advertisement
Ranveer Saves Child

ভিড়ের চাপে বিপাকে শিশু, দেখতে পেয়েই কী করলেন রণবীর সিং? দেখুন ভিডিও

মুম্বইয়ের মালাড মস্তি ইভেন্টে ঘটেছে এই ঘটনা।

Here is how Ranveer Singh Saved Child during Cirkus promotion | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 13, 2022 9:04 pm
  • Updated:December 13, 2022 9:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তারকাকে একবার চোখের দেখা দেখার ভিড়। সেই ভিড়ের চাপে বেজায় সমস্যায় পড়েছিল ছোট্ট এক শিশু।  ত্রাতা হয়ে দেখা দেন রণবীর সিং (Ranveer Singh)। খুদেকে বাঁচিয়ে কোলে তুলে নেন তিনি। সেই অবস্থাতেই দর্শকদের উদ্দেশে হাত নাড়তে থাকেন। 

Ranveer-Singh

Advertisement

২৩ ডিসেম্বর মুক্তি পাবে রণবীরের নতুন ছবি ‘সার্কাস’  (Cirkus Film)। তারই প্রচারে মুম্বইয়ের মালাড মস্তি ইভেন্টে গিয়েছিলেন তারকা। সঙ্গে ছিলেন পরিচালক রোহিত শেট্টি। দর্শকদের সামনে আসার আগে আচমকা রণবীরের চোখ যায় একটি শিশুর দিকে। অভিনেতা দেখেন, ভিড়ের চাপে পড়ে বেজায় বিপাকে খুদে। ঠেলাঠেলির চোটে নাকি কাঁদছিল সে। শিশুর কাছে গিয়ে সোজা তাঁকে কোলে তুলে নেন তারকা। সেই অবস্থাতেই দর্শকদের অভিবাদন জানাতে জানাতে চলে যান। 

[আরও পড়ুন: গেরুয়া পোশাকে ‘বেশরম’ নায়িকা! শাহরুখ-দীপিকার ‘পাঠান’ বয়কটের ডাক নেটদুনিয়ায়

শোনা গিয়েছে, নিরাপদ জায়গায় শিশুটিকে রেখে তবেই বাকি প্রচারপর্ব সেরেছেন অভিনেতা। আর তাঁর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। অনেকেই রণবীরকে ‘সুইট সুপারস্টার’ তকমা দিয়েছেন। তাঁর এমন কাজকে স্বাগত জানিয়েছেন। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ranveersingh (@ranveersinghsfanclub)

উল্লেখ্য, রোহিত শেট্টির পরিচালনাতেই ‘সিম্বা’ হয়ে বড়পর্দায় সাফল্য পেয়েছেন রণবীর। এবার নায়ক-পরিচালক জুটি ভরসা রেখেছেন কমেডির উপর। তাও আবার রিমেক। ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘আঙ্গুর’ সিনেমার রিমেক ‘সার্কাস’। সঞ্জীব কুমার অভিনীত ক্লাসিক ছবিটি আবার ১৯৬৮ সালে মুক্তি পাওয়া ‘দো দুনি চার’ সিনেমার আদলে তৈরি। যা কিনা বাংলার ‘ভ্রান্তিবিলাস’ সিনেমার হিন্দি রিমেক। অর্থাৎ লতায়পাতায় রণবীরের ‘সার্কাস‘-কে বাংলার ক্লাসিক ছায়াছবির রিমেক বলাই যায়। ছবিতে রণবীর ও বরুণ শর্মা দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। এর পাশাপাশি রয়েছেন  পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্ডেজ, জনি লিভার, সঞ্জয় মিশ্র, অশ্বিণী কালসেকর, সিদ্ধার্থ যাদব, মুকেশ তিওয়ারি, মুরলী শর্মার মতো একঝাঁক অভিনেতা। 

Cirkus-1

[আরও পড়ুন: পাকিস্তানি সিনেমায় অভিনয় করতে চান রণবীর কাপুর! তীব্র ক্ষোভ সোশ্যাল মিডিয়ায়

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement