সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবারও ছিল তুমুল উত্তেজনা। যাকে বলে ‘কাঁটে কা টক্কর’। একজনের চিন্তা ছিল বসিরহাট নিয়ে। আরেকজন মাথব্যথা ছিল যাদবপুর নিয়ে। লেটার মার্কস পেয়েছিলেন দুজনই। ভোটে জিতে সাংসদ হয়েছিলেন মিমি চক্রবর্তী ও নুসরত জাহান। একসঙ্গে সংসদ ভবনে গিয়ে ছবিও তুলেছিলেন। কিন্তু এবার যেন ভোট নিয়ে বিন্দুমাত্র উৎসাহ নেই টলিপাড়ার দুই নায়িকার। একজন ধোসা খেয়ে তৃপ্ত, আরেকজন পুরনো স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন।
বলতে গেলে যাদবপুরে গ্ল্যামারের ছোঁয়া নিয়ে এসেছিলেন মিমি চক্রবর্তীই (Mimi Chakraborty)। গতবার বিজেপির পোড় খাওয়া নেতা অনুপম হাজরাকে হারিয়েছিলেন তিনি। কিন্তু এবারে আর প্রার্থী হননি মিমি। জোড়াফুলের প্রচারের ময়দানেও তাঁকে দেখা যায়নি। বরং টলিউডে ‘তুফান’ তোলার কাজেই ব্যস্ত থেকেছেন। ভোটের ফল(Lok Sabha Election Result 2024) নিয়ে যখন চারদিকে তুমুল উত্তেজনা, তখন মিমির ইনস্টাগ্রাম পোস্টে ঘরে তৈরি রাওয়া ধোসার ছবি। তাতেই যেন তৃপ্তি খুঁজে নিয়েছেন অভিনেত্রী। এদিকে যাদবপুরে জয়ের আশা জাগাচ্ছেন সায়নী ঘোষ।
মিমির মতোই নুসরত (Nusrat Jahan) রাজনীতির ময়দানে সাড়া ফেলে দিয়েছিলেন। ২০১৯-এর লোকসভা ভোটে তাঁর বসিরহাট জয় অনেককেই চমকে দিয়েছিল। কিন্তু তার পর যেন ছিল মোহভঙ্গের পালা। অভিযোগ, তারকা ইমেজে ভোটে জিতলেও কোনওদিন জনপ্রতিনিধি হয়ে উঠতে পারেননি নুসরত। এর মধ্যেই আবার ব্যক্তিগত জীবন নিয়ে টালমাটাল পরিস্থিতি। নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ, যশ দাশগুপ্তর সঙ্গে সম্পর্ক, সন্তানের জন্ম সব নিয়ে তুমুল ট্রোলড হয়েছেন অভিনেত্রী।
নুসরতের রাজনৈতিক কেরিয়ারের কফিনে শেষ পেরেকটি বোধহয় সন্দেশখালির ঘটনার সময় পোঁতা হয়ে যায়। অভিযোগ, গোটা সময়টায় বড় নির্লিপ্ত ছিলেন অভিনেত্রী। দায়সারা কথাতেই কাজ সারার চেষ্টা করেছেন। নুসরতের বদলে এবারে বসিরহাটের প্রার্থী ভূমিপুত্র হাজি নুরুল ইসলাম। আর এখনও পর্যন্ত তাঁর পাল্লাই ভারি। কিন্তু নুসরতের যেন তা নিয়ে কোনও ভাবনাই নেই। তাঁর ইনস্টাগ্রাম পোস্টে ‘শত্রু’ সিনেমার ভিডিও। ২০১১ সালে মুক্তি পাওয়া এই সিনেমার মাধ্যমেই টলিউড সফর শুরু করেছিলেন নুসরত জাহান। এবারও কি তাহলে নতুন শুরুর স্বপ্ন দেখছেন টলিপাড়ার নায়িকা?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.