সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাথার চুল প্রায় সবই সাদা। চোখ বন্ধ, হাত দুটো কোলের কাছে মুঠো করা। উদ্বিগ্ন চোখে দিলীপ কুমার। ‘দিলীপ সাহাব’-এর দিকে চেয়ে আছেন সায়রা বানু (Saira Banu)। অসুস্থ দিলীপ কুমারের (Dilip Kumar) অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকেই এই ছবিটি পোস্ট করেছেন বর্ষীয়ান অভিনেত্রী। আর তাতেই মন খারাপ অনুরাগীদের।
Latest. An hour ago. pic.twitter.com/YBt7nLLpwL
— Dilip Kumar (@TheDilipKumar) June 7, 2021
৯৮ বছরের দিলীপ কুমারের এমন করুণ অবস্থার ছবি দেখে আফশোস করেছেন অনেকেই। কেউ কিংবদন্তি অভিনেতার বিভিন্ন বয়সের ছবি শেয়ার করেছেন, কেউ তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন, কেউ আবার সবসময় দিলীপ কুমারের পাশে থাকার জন্য সায়রা বানুর প্রশংসা করেছেন।
রবিবার শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন দিলীপ কুমার। মুম্বইয়ের খারে পিডি হিন্দুজা হাসপাতালে তাঁকে দেখছেন চেস্ট স্পেশ্যালিস্ট ডা. জালিল পার্কার। ইতিমধ্যেই অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে একাধিক রটনা রটেছে। ভুয়ো খবরও ছড়িয়েছিল। সোমবার তা নস্যাৎ করে কিংবদন্তি অভিনেতার প্রোফাইল থেকে টুইট করে জানানো হয়, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। কিংবদন্তি অভিনেতাকে নিয়ে কোনও গুজব না ছড়ানোর অনুরোধও জানানো হয়েছিল সোমবারের টুইটে।
পরে আবার সায়রা বানু তাঁর স্বামীর আরোগ্য কামনা করার জন্য অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে লেখেন, “আমার স্বামী, আমার কোহিনূর, আমাদের দিলীপ সাহাবের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁকে খুব শিগগিরিই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলেই চিকিৎসকরা আমায় আশ্বাস দিয়েছেন। আমার বিনীত অনুরোধ, দয়া করে কেউ সাহাবের স্বাস্থ্য নিয়ে গুজব ছড়াবেন না। অতিমারীর এই সময়ে আপনারা সকলে সুস্থ ও ভাল থাকুন এই প্রার্থনাই করি।”
Message from Saira Banu pic.twitter.com/TDQzXDAigs
— Dilip Kumar (@TheDilipKumar) June 7, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.