সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরল কৃষ্ণসার হরিণকে হত্যা করেছেন। দুই দশকের মামলার পর শোনানো হল সাজা। বেকসুর খালাস হলেন সইফ আইল খান, নীলম, সোনালি বেন্দ্রে, টাব্বু। কিন্তু ‘বিইং হিউম্যান’ সলমন খানের হল পাঁচ বছরের জেল। জামিনের আবেদন হয়তো তিনি করবেন। যাবেন উচ্চ আদালতেও। কিন্তু তার আগে আসারাম বাপুর মতো নাবালিকা ধর্ষণে অভিযুক্তদের সঙ্গে একই জেলে রাত কাটাতে হবে তাঁকে।
প্রিয় বজরঙ্গীর এমন সাজা মেনে নিতে পারছেন না বলিউড তারকারা। ব্যক্তিগতভাবে যাঁরা নায়ককে চেনেন, প্রত্যেকের মুখেই শোনা যাচ্ছে আফসোস। কেউ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, কেউ বিচার ব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।
[কাটল ধোঁয়াশা, কৃষ্ণসার হরিণ হত্যায় সলমনের ৫ বছরের জেল]
মানবিক অনেক কাজ করেছেন তারকা। তাই তাঁকে ছাড় দেওয়া উচিত ছিল বলেই মনে করেন অভিনেত্রী তথা সাংসদ জয়া বচ্চন। বিচার ব্যবস্থার উপর প্রশ্ন করার অধিকার নেই। তাই অসহায় বোধ করছেন অর্জুন রামপাল।
I feel bad. He should be given relief. He has done a lot of humanitarian work: Jaya Bachchan, Rajya Sabha MP on #SalmanKhan #BlackBuckPoachingCase pic.twitter.com/VUEM0RIweE
— ANI (@ANI) April 5, 2018
The law takes its course. Can’t argue it. But at this point in time I just feel helpless and my heart goes out to @BeingSalmanKhan and his family. Reason, cause the last thing @BeingSalmanKhan is, is a criminal.I feel this is too harsh. I do hope he gets the relief he deserves.
— arjun rampal (@rampalarjun) April 5, 2018
[‘বিসর্জন’-এর সিক্যুয়েল তৈরি করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়]
ক্ষুব্ধ সুভাষ ঘাই, সোনা মহাপাত্র, প্রাক্তন বিগ বস প্রতিযোগী মনবীর গুজ্জরও। এদিকে কামিয়া পাঞ্জাবি এ ঘটনার সঙ্গে প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর তুলনা করেছেন। একটি পশুর হত্যায় ২০ বছর ধরে মামলা চলতে পারে, অথচ দুই বছরেও কেন একটি মেয়ে বিচার পেল না। এই প্রশ্নই তুলেছেন টেলিভিশন অভিনেত্রী।
I am extremely shocked to hear @BeingSalmanKhan being convicted by session court but also having full trust in indian judiciary which has many other doors to appeal for final justice whatsoever. Since He is most loved person by industry N people for his human reasons too.
— Subhash Ghai (@SubhashGhai1) April 5, 2018
So, what new inane defence will Madhu Kishwar sprout now? Nafisa Ali? RJ Rishi Kannan? Will daddy say sorry on his behalf? What will the suck ups in the industry do? When’s bail? When’s the next block buster release? Dabangg’concert’ tour dates? Big Boss? Charity drives?
— SONA (@sonamohapatra) April 5, 2018
वाह रे क़ानून! Rape और Murder के Victims चक्कर पर चक्कर लगाते रहते है उनका कोई Insaaf नहीं। एक आदमी @BeingSalmanKhan जो कितनी Charity और Proper टैक्स भरता है। उसको 20 साल पहले Incident के लिये फँसा रखा है! #IStandWithSalmanKhan #BlackBuckPoachingCase
— Manveer Gurjar (@imanveergurjar) April 5, 2018
Ek jaanwar ka shikaar aur 20saal tak case!!! Ek insaan ki jaan chali gayi aur 2 saal tak trail bhi shuru nahi hua.. maa baap court aur police station ke chakkar kaat rahe hai.. insaaf chahiye unhe hahahahaha pagal hai bechare!!! #ISTANDWITHSALMAN #STILLFIGHTINGFORPRATYUSHA
— Kamya Punjabi (@iamkamyapunjabi) April 5, 2018
[গারদে বলিউডের ‘টাইগার’, ক্ষতির পরিমাণ কতটা হতে পারে?]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.