Advertisement
Advertisement

Breaking News

Tollywood New year Celebration

রাজ-শুভশ্রী থেকে দেব-ঋতাভরী, সূর্য ডুবতেই বর্ষবরণে মাতোয়ারা টলি তারকারা

কারা জমালেন ঘরোয়া আড্ডা? কারাই বা চুটিয়ে পার্টি করলেন?

Here is how Bengali Stars welcomed New Year 2020 | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 31, 2020 7:14 pm
  • Updated:December 31, 2020 7:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিন্ন ভিন্ন মেজাজে ‘বিষ’ময় বিশ সালকে বিদায় জানিয়ে ২০২১ সালের ভবিষ্যতকে স্বাগত জানাচ্ছেন টলিপাড়ার তারকারা। কেউ আসর জমিয়েছেন ঘরোয়া আড্ডায়, কেউ ভ্রমণের মাঝেই রোমান্টিক হয়ে উঠেছেন, কেউ আবার পুরোদমে পার্টি মুডে।  বছরের শেষ দিনের এই প্রতিবেদনে রইল বাংলার তারকাদের বর্ষবরণের এমনই কিছু মুহূর্ত।

অনেকদিন বাদে ‘বুনো হাঁস’ ছবির পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর সঙ্গে দেখা করেছেন দেব (Dev)। সঙ্গে রয়েছেন রুক্মিণী মৈত্র এবং কাছের কয়েকজন বন্ধুবান্ধব। ঘরোয়া পরিবেশেই জমে উঠেছিল আড্ডা।  ছবি আপলোড করে ক্যাপশনে অনিরুদ্ধ লিখেছেন ‘দ্য জিংব্যাং’।

Advertisement

সেজেগুজে পার্টি মোড অন করে নিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। ফেসবুকে ছবি পোস্ট করে লিখেছেন ‘রক অন’।

[আরও পড়ুন: শাহরুখ-গৌরীর স্মৃতিকথা থেকে ইরফানপত্নীর বিষন্নতা, বছরশেষে কেমন আছেন তারকারা?]

করোনা কালে ক্লাবে নয়, বাড়িতেই পার্টির পরিবেশ তৈরি করে ফেলেছেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)। নিকি মিনাজের সুরে নাচের ভিডিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty)

ওদিকে আবার একসঙ্গে পার্টি করতে দেখা গেল রাজ চক্রবর্তী (Raj Chakraborty), শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায় ( Srijit Mukherji), রাফিয়াত রাশিদ মিথিলা এবং রুদ্রনীল ঘোষকে। খাওয়া-দাওয়ার পাশাপাশি আড্ডা বেশ জমেছিল। রাজের আপলোড করা ছবিগুলি দেখলেই তা বোঝা যায়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raj Chakrabarty 🇮🇳 (@rajchoco)

হিমাচলের হিমশীতল পরিবেশে বছরশেষে বেশ রোমান্টিক মেজাজে ছিলেন অঙ্কুশ। সারিবদ্ধ পাহাড়ি গাছের মাঝে প্রেমিকা ঐন্দ্রিলার সঙ্গে চুটিয়ে প্রেম করলেন ‘বীর জারা’ ছবির সুরেলা মেজাজে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ankush (@ankush.official)

[আরও পড়ুন: ‘বিশের বিষ’ নিয়ে তৈরি রুদ্রনীলের বিশেষ কবিতা, ছন্দে ফেরালেন গোটা বছরের স্মৃতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement