Advertisement
Advertisement

Breaking News

Laxmi Pujo

করোনা আবহে কীভাবে লক্ষ্মীপুজো সারলেন ঋতুপর্ণা-মিমি-ঋতাভরীরা? দেখুন টলি তারকাদের ছবি

মহামারীর আবহেও খামতি নেই আয়োজনে।

Bangla News of laxmi puja 2020: Here is how Bengali celeb celebrated the Puja | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:October 31, 2020 5:12 pm
  • Updated:October 31, 2020 5:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাল বিকেলে শুরু হয়েছিল। আজও রয়েছে পূর্ণিমা তিথি। ঘরে ঘরে আজও হচ্ছে পুজো। সাধারণ মানুষের পাশাপাশি মা লক্ষ্মীর আরাধনায় মেতেছেন টলিউডের তারকারাও। অনেকেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ছবি।

প্রতিবছর ঘটা করে পরিবারের পাশাপাশি বন্ধু-বান্ধবদের সঙ্গেও লক্ষ্মী পুজো করেন অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee)। নিজের হাতে করেন ভোগ রান্না। এবার এক্কেবারে ঘরোয়াভাবে পুজো সেরেছেন প্রসেনজিৎ-জায়া। ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Missing organising Lakshmi Pujo in the way I do every year…. With my family and friends together…. But this year safety is a priority… So wishing everyone an auspicious Lakshmi Puja… May the light of happiness and prosperity Kindle every home… Good Morning ☺️🌼 #LaxmiPuja #Goodvibes #BengaliFestival #Prayers #Daystart #StaySafeEveryone

A post shared by Arpita Chatterjee (@imarpitac) on

করোনা (CoronaVirus) কালেই সিঙ্গাপুরে পরিবারের কাছে চলে গিয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rittuparna Sengupta)। সেখানেই ছেলে ও মেয়ের সঙ্গে ধনদেবীর আরাধনায় মেতেছিলেন।  

সিনেমার শুটিংয়ের পাশাপাশি সাংসদ হিসেবেও অনেক কাজ থাকে মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty)। শত ব্যস্ততার মধ্যেও নিয়ম মেনে কোজাগরী লক্ষ্মীর আরাধনা করেছেন তিনি।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

কোজাগরী লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা🙏

A post shared by Mimi (@mimichakraborty) on

[আরও পড়ুন: করোনাও দমাতে পারেনি মনের জোর, লক্ষ্মী প্রতিমাকে নিজের হাতেই সাজালেন অপরাজিতা]

গোলাপি শাড়িতে সেজে মা লক্ষ্মীর আরাধনায় মেতেছিলেন ঋতাভরী চক্রবর্তী (Ritabhary Chakraborty)। সেই ছবি শেয়ার করে সকলকে পুজোর শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা ।

A post shared by Ritabhari Chakraborty (@ritabhari_chakraborty) on

ঘটা করে লক্ষ্মী পুজো করতে ভালবাসতেন মহানায়ক উত্তমকুমার (Uttam Kumar)। আজও সেই প্রথা বজায় রেখেছেন তাঁর উত্তরসূরি গৌরব ও সৌরভ। মায়ের মূর্তির মুখ আজও মহানায়কের স্ত্রী গৌরীদেবীর আদলে তৈরি হয়। ছবি শেয়ার করেছেন টেলিভশন তারকা গৌরব।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

📷 @jupiterbanerjee

A post shared by Gourab Chatterjee (@baruog) on

[আরও পড়ুন:অবশেষে ‘নেপোটিজম’ বিতর্কে মুখ খুললেন সলমন! ভাইরাল ‘বিগ বসে’র আগাম ঝলক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement