সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবি তুলতে গিয়েই ঘটেছিল বিপত্তি। পরনের জুতোটি গিয়েছিল খুলে। তা আবার পরতে গিয়েই পড়ে যাচ্ছিলেন সাংবাদিক। ঠিক তখনই ত্রাতা হলেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। বাড়িয়ে দিলেন নিজের হাত। ধরে ফেললেন তাঁকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ভিডিও।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে অভিষেকের ‘ঘুমর’ সিনেমার ট্রেলার। সম্ভবত তার প্রচারেই গিয়েছিলেন অভিষেক। অভিনেতাকে দেখে ছবি তুলতে তুলতে পিছনের দিকে হাঁটছিলেন সাংবাদিক। আচমকা তাঁর পায়ের জুতোটি খুলে যায়। দাঁড়িয়ে পড়েন অভিষেক। তাঁকে জুতোটি পরে নিতে নিলেন। নায়কের সামনে জুতো পরতে গিয়েই উলটে পড়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে তাঁকে ধরে ফেলেন জুনিয়র বচ্চন।
View this post on Instagram
আর. বালকির পরিচালনায় ‘ঘুমর’ ছবিতে ক্রিকেট কোচের ভূমিকায় অভিনয় করেছেন অভিষেক। তাঁর শিষ্যা আনিনার চরিত্রে রয়েছেন সায়ামি খের। আচমকা দুর্ঘটনায় নিজের ডান হাতটি হারায় আনিনা। মানসিক অবসাদে আত্মহত্যা করতে চায় সে। সেখান থেকেই তাঁকে নতুন সংগ্রামের পথ দেখায় অভিষেক বচ্চনের চরিত্র।
স্বাধীনতা দিবসের ঠিক পরেই ১৮ আগস্ট মুক্তি পাবে ‘ঘুমর’। অভিষেক, সায়ামি ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শাবানা আজমি, অঙ্গদ বেদী, নাসির খান, গুণীত সান্ধু। তবে আসল চমক ট্রেলারের শেষভাগে। সেখানে দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকে। হ্যাঁ, সিনিয়র বচ্চনও রয়েছেন এ ছবিতে। সম্ভবত ক্যামিও চরিত্রে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.