Advertisement
Advertisement

Breaking News

ছবি তুলতে গিয়ে পড়েই যাচ্ছিলেন সাংবাদিক! সামলালেন অভিষেক, দেখুন ভিডিও

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভিডিওটি।

Here is how Abhishek Bachchan saved paparazzi | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:August 8, 2023 2:50 pm
  • Updated:August 8, 2023 2:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবি তুলতে গিয়েই ঘটেছিল বিপত্তি। পরনের জুতোটি গিয়েছিল খুলে। তা আবার পরতে গিয়েই পড়ে যাচ্ছিলেন সাংবাদিক। ঠিক তখনই ত্রাতা হলেন অভিষেক বচ্চন (Abhishek Bachchan)। বাড়িয়ে দিলেন নিজের হাত। ধরে ফেললেন তাঁকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ভিডিও।

Abhishek Bachchan

Advertisement

সম্প্রতি প্রকাশ্যে এসেছে অভিষেকের ‘ঘুমর’ সিনেমার ট্রেলার। সম্ভবত তার প্রচারেই গিয়েছিলেন অভিষেক। অভিনেতাকে দেখে ছবি তুলতে তুলতে পিছনের দিকে হাঁটছিলেন সাংবাদিক। আচমকা তাঁর পায়ের জুতোটি খুলে যায়। দাঁড়িয়ে পড়েন অভিষেক। তাঁকে জুতোটি পরে নিতে নিলেন। নায়কের সামনে জুতো পরতে গিয়েই উলটে পড়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে তাঁকে ধরে ফেলেন জুনিয়র বচ্চন। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

[আরও পড়ুন: পোস্টারে এত মিল! শাহরুখের ‘জওয়ান’-এর সঙ্গে ‘পুষ্পা ২: দ্য রুল’-এর তুলনায় নেটিজেনরা]

আর. বালকির পরিচালনায় ‘ঘুমর’ ছবিতে ক্রিকেট কোচের ভূমিকায় অভিনয় করেছেন অভিষেক। তাঁর শিষ্যা আনিনার চরিত্রে রয়েছেন সায়ামি খের। আচমকা দুর্ঘটনায় নিজের ডান হাতটি হারায় আনিনা। মানসিক অবসাদে আত্মহত্যা করতে চায় সে। সেখান থেকেই তাঁকে নতুন সংগ্রামের পথ দেখায় অভিষেক বচ্চনের চরিত্র।

Ghoomer

স্বাধীনতা দিবসের ঠিক পরেই ১৮ আগস্ট মুক্তি পাবে ‘ঘুমর’। অভিষেক, সায়ামি ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শাবানা আজমি, অঙ্গদ বেদী, নাসির খান, গুণীত সান্ধু। তবে আসল চমক ট্রেলারের শেষভাগে। সেখানে দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকে। হ্যাঁ, সিনিয়র বচ্চনও রয়েছেন এ ছবিতে। সম্ভবত ক্যামিও চরিত্রে।

Ghoomer-2
[আরও পড়ুন: ওয়েব সিরিজে মিমি চক্রবর্তী! টলিপাড়ার কোন নায়কের সঙ্গে জুটি বাঁধছেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement