সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে কি অক্ষয় কুমারের কপালে হিট জুটল! ‘রামসেতু’ ছবিই কি শেষমেশ, অক্ষয়ের (Akshay Kumar) ঘরে লক্ষ্মী আনতে সমর্থ হল! একের পর এক প্রশ্নের মুখে বলিউডের খিলাড়ি কুমার। যার ছবি এতদিন বক্স অফিসে এলেই একশো কোটি ক্লাবে সহজে এন্ট্রি নিত, সেই অক্ষয়ের ছবিই পর পর ফ্লপ। ‘বেল বটম’, ‘বোল বচ্চন’, ‘পৃথ্বীরাজ’, ‘রক্ষাবন্ধন’ ফ্লপের তালিকা অনেক লম্বা। অক্ষয়ের পাখির চোখ ছিল ‘রামসেতু’। অক্ষয় ভেবেছিলেন, দিওয়ালিতে রিলিজ হওয়া এই ছবি অবশেষে হিট তকমাকে ফেরাতে পারবে। কিন্তু সত্য়িই কি অক্ষয়ের আশাপূরণ হল?
বক্স অফিস রিপোর্ট অবশ্য় বলছে অন্যকথা। মঙ্গলবার মুক্তি পায় অক্ষয়ের এই ‘রামসেতু’। মুক্তির তিনদিনের মধ্য়ে অক্ষয়ের এই ছবি ব্যবসা করেছে ২৬ কোটি টাকা। ট্রেন্ড বলছে, দিওয়ালি হওয়ার কারণে ছবি রিলিজের প্রথম দিনে এই ছবি ব্যবসা করলেও, ধীরে ধীরে ‘রামসেতু’র (Ramsetu) কালেকশন গ্রাফ নিচের দিকে নামছে। বিশেষজ্ঞরা বলছেন, এই উইকএন্ডে যদি ঠিকঠাক ব্যবসা না করতে পারে ‘রামসেতু’, তাহলে বেশিদিন হলে টিকতে পারবে না। ফলাফল এই ছবিও বক্স অফিসে মাঝারি ছবির তালিকায় নাম লেখাবে। তার উপর রয়েছে, ‘রামসেতু’ ছবি নিয়ে সমালোচকদের নেগেটিভ রিভিউ। যা কিনা ছবির ব্যবসায় প্রভাব ফেলতে পারে।
অন্যদিকে, অজয় দেবগণ, সিদ্ধার্থ মালহোত্রার ‘থ্য়াঙ্ক গড’ (Thank God) ছবিও বক্স অফিসে খুব একটা কামাল দেখাতে পারেনি। এই ছবির হাল ‘রামসেতু’র থেকেও বেশ খারাপ। ‘থ্যাঙ্ক গড’ মুক্তি পাওয়ার দু’দিনের মধ্যে ব্যবসা করেছে ১৪ কোটি টাকার। ট্রেন্ড বলছে, এই উইকএন্ডে খুব একটা ম্য়াজিক দেখাতে পারবে না ‘থ্যাঙ্ক গড’ও। সব মিলিয়ে এবারের দিওয়ালি রিলিজে অক্ষয় ও অজয় দুজনের কপালেই হিট জুটছে না বলে মনে করছেন ফিল্ম বিশেষজ্ঞরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.