Advertisement
Advertisement

Breaking News

Winners of 69th Filmfare Awards 2024

টেকনিক্যাল ফিল্মফেয়ারে ‘অ্যানিম্যাল’ রণবীরকে মাত ‘স্যাম’ ভিকির, আর কারা হল সেরা?

এক নজরে দেখে নিন পুরস্কারের সম্পূর্ণ তালিকা।

Here are the Winners of 69th Hyundai Filmfare Awards 2024 with Gujarat Tourism: Technical Awards | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:January 28, 2024 12:58 pm
  • Updated:January 28, 2024 12:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্স অফিসে ৯১৭ কোটি টাকা আয় করেছে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’। অন্যদিকে ভিকি কৌশল অভিনীত ‘স্যাম বাহাদুর’-এর আয় ১২৮ কোটি টাকা। তবে ফিল্মফেয়ারের টেকনিক্যাল অ্যাওয়ার্ডে ‘অ্যানিম্যাল’, ‘জওয়ান’দের মাত দিল ভিকির ছবি। এই বিভাগে সবচেয়ে বেশি পুরস্কার এই ছবির ভাগেই।

Animal-Sam-Bahadur

Advertisement

৬৯তম হুন্ডাই ফিল্মফেয়ার পুরস্কারের টেকনিক্যাল বিভাগের পুরস্কারের ঘোষণা করা হয়েছে। তাতেই ‘অ্যানিম্যাল’-এর সঙ্গে যৌথভাবে সেরা সাউন্ড ডিজাইনের অ্যাওয়ার্ড পেয়েছে ‘স্যাম বাহাদুর’। এছাড়াও ভিকির ছবির ঝুলিতে রয়েছে সেরা প্রোডাকশন ডিজাইন ও সেরা কস্টিউমের অ্যাওয়ার্ড। ব্যাকগ্রাউন্ড স্কোরে সেরা ‘অ্যানিম্যাল’-এর হর্ষবর্ধন রামেশ্বর। আর এই হিসেবে ভিকির ছবির ঝুলিতে সর্বাধিক তিনটি অ্যাওয়ার্ড রয়েছে। 

[আরও পড়ুন: শিষ্যকে জুতোপেটা রাহাত ফতে আলির! কিন্তু কেন এমন ব্যবহার পাক গায়কের? ভাইরাল ভিডিও]

টেকনিক্যাল এই বিভাগে সেরা VFX ও সেরা অ্যাকশনের অ্যাওয়ার্ড দখল করেছে শাহরুখ খানের ‘জওয়ান’। সেরা সম্পাদনার শিরোপা ‘টুয়েলভথ ফেল’-এর।

এক নজরে দেখে নিন পুরস্কারের সম্পূর্ণ তালিকা –
সেরা সাউন্ড ডিজাইন – স্যাম বাহাদুর (কুণাল শর্মা-MPSE)
অ্যানিম্যাল (সিঙ্ক সিনেমা)
সেরা প্রোডাকশন ডিজাইন – স্যাম বাহাদুর (সুব্রত চক্রবর্তী ও অমিত রায়)
সেরা কস্টিউম – স্যাম বাহাদুর (শচীন লাভেলকর, দিব্যা গম্ভীর ও নিধি গম্ভীর)
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর – অ্যানিম্যাল (হর্ষবর্ধন রামেশ্বর)
সেরা VFX – জওয়ান (রেড চিলিজ)

SRK-Jawan-2
সেরা অ্যাকশন – জওয়ান (স্পাইরো রাজাতোস, অনল আরাসু, ক্রেগ মাক্রে, ইয়ানিক বেন, কেচা খামফাকড়ি এবং সুনীল রডরিগেজ)
সেরা সম্পাদনা – টুয়েলভথ ফেল (যশকুনওয়ার সিং কোহলি ও বিধু বিনোদ চোপড়া)
সেরা সিনেমাটোগ্রাফি – থ্রি অফ আস (অবিনাশ অরুণ ধাওয়ারে)
সেরা কোরিওগ্রাফি – রকি অউর রানি কি প্রেম কাহানির ‘হোয়াট ঝুমকা’ (গণেশ আচার্য)

[আরও পড়ুন: নিজের জন্মদিনে মায়ের শ্রাদ্ধকর্ম করলেন সায়নী, নিলেন শপথ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement