সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘নষ্টনীড়’-এর গল্প বলবেন পরিচালক অদিতি রায়। আর তাতে অপর্ণা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন সন্দীপ্তা সেন (Sandipta Sen)। হইচই ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাবে নতুন এই সিরিজ। প্রকাশ্যে এল চরিত্রদের লুক।
গোটা একটা সংসার একলা হাতে সামলায় গৃহবধূ অপর্ণাকে। সমস্ত কিছু ঠিকই চলছিল। আচমকা তাঁর স্বামীর বিরুদ্ধে ‘মি টু’র (Me Too) অভিযোগ আনা হয়। তাতেই সমস্ত কিছু ওলটপালট হয়ে যায়।
ছবিতে অপর্ণার স্বামী ঋষভের ভূমিকায় অভিনয় করেছেন সৌম্য বন্দ্যোপাধ্যায়। গোধূলি নামের চরিত্রে দেখা যাবে অঙ্গনা রায়কে। এছাড়াও রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় (চরিত্রের নাম সৌম্য), রুকমা রায় (চরিত্রের নাম নম্রতা)।
নিজের চরিত্র নিয়ে উচ্ছ্বসিত সন্দীপ্তা। এমন চরিত্রে তাঁকে এর আগে কখনও দেখেননি বলেই দাবি অভিনেত্রীর। অভিনেত্রী হিসেবে যাতে বলিষ্ঠ চরিত্র ক্যামেরার সামনে ফুটিয়ে তুলতে পারেন সেই চেষ্টাই থাকে সন্দীপ্তার। আর তাতে সঙ্গত দেবে অপর্ণার চরিত্র। এমনটাই মনে করছেন অভিনেত্রী। পরিচালক অদিতিও ‘নষ্টনীড়’ নিয়ে আশাবাদী। খুব শিগগিরিই সিরিজের রিলিজ ডেট ঘোষণা করা হবে বলেই খবর। প্রত্যেকটি এপিসোডের সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন সম্রাজ্ঞী বন্দোপাধ্যায়।
[আরও পড়ুন: ‘ কলকাতার মুসলিম এলাকায় অনুষ্ঠান নিরাপদ নয়’, বিস্ফোরক বিবেক অগ্নিহোত্রী, পালটা বাবুলের]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.