Advertisement
Advertisement
KIFF2021 list

শাহরুখ-মমতার ভারচুয়াল উদ্বোধনে আজ শুরু চলচ্চিত্র উৎসব, সিনেপ্রেমীদের জন্য কী থাকছে?

বাছাই করা তালিকায় রইল শুধুমাত্র আপনাদের জন্য।

Here are some selected list of cinema in 26th Kolkata International Film Festival starts from today | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:January 8, 2021 9:51 am
  • Updated:June 20, 2022 6:25 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF2021)। প্রথমবার ভারচুয়াল উদ্বোধন। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সঙ্গে সুদূর মুম্বই থেকেই যোগ দেবেন বলিউড বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan)। থাকবেন টলিউডের তারকা, বাংলার মন্ত্রী এবং বিশিষ্টরা। বেলা চারটের ভারচুয়াল উদ্বোধনের জন্য শহরের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে ৫০টি বিশাল LED স্ক্রিন। বিকেল ৫টায় রবীন্দ্র সদনে দেখানো হবে উদ্বোধনী ছবি ‘অপুর সংসার’। এবার ৪৫টি দেশের ৮১টি সিনেমা বাছা হয়েছে। তার মধ্যে বাংলা ছবির দর্শকদের জন্য কী কী রয়েছে? রইল সেই তালিকা।

বাংলা প্যানোরমা

Advertisement

সহবাসে – ৯ জানুয়ারি রবীন্দ্র সদনে সন্ধ্যা ৭টা

মানব মানবী – ১০ জানুয়ারি রবীন্দ্র সদনে সন্ধ্যা ৭টা

মিছিল – ১১ জানুয়ারি রবীন্দ্র সদনে সন্ধ্যা ৭টা

বিষ – ১২ জানুয়ারি রবীন্দ্র সদনে সন্ধ্যা ৭টা

দায় – ১৩ জানুয়ারি রবীন্দ্র সদনে সন্ধ্যা ৭টা

শূন্য – ১৪ জানুয়ারি রবীন্দ্র সদনে সন্ধ্যা ৭টা

তিতলি – ১৫ জানুয়ারি রবীন্দ্র সদনে বেলা ১২টা

বিউটিফুল লাইফ – ১৫ জানুয়ারি রবীন্দ্র সদনে সন্ধ্যা ৭টা

[আরও পড়ুন: কোভিডের সতর্কবার্তায় অমিতাভ বচ্চনের কণ্ঠে আপত্তি, দিল্লি হাই কোর্টের দ্বারস্থ যুবক]

শতবর্ষে শ্রদ্ধাজ্ঞাপন

ভ্রান্তিবিলাস (ভানু বন্দ্যোপাধ্যায়) – ১২ জানুয়ারি রবীন্দ্র সদনে বেলা ৩.৩০টে। দেখা যাবে ভুবনময় ভানু তথ্যচিত্র।

সপ্তপদী (হেমন্ত মুখোপাধ্যায়) – ১৩ জানুয়ারি রবীন্দ্র সদনে বেলা ১২টা

অনুরাধা (পণ্ডিত রবিশংকর)- ১৪ জানুয়ারি রবীন্দ্র সদনে বেলা ৩.৩০টে

 

বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন

কল্পনা (অমলা শংকর) – ১৩ জানুয়ারি নন্দন ৩ প্রেক্ষাগৃহে বেলা ৩টে

ছোটি সি বাত (বাসু চট্টোপাধ্যায়) – ১৩ জানুয়ারি রবীন্দ্র সদনে বেলা ৩.৩০টে

পান সিং তোমর (ইরফান খান)- ১০ জানুয়ারি রবীন্দ্র সদনে বেলা ১২টা

স্প্রিং, সামার, ফল, উইন্টার … অ্যান্ড স্প্রিং (কিম কি দুক)- ৯ জানুয়ারি নন্দন ১ প্রেক্ষাগৃহে সন্ধ্যা ৭টা

মুল্ক (ঋষি কাপুর)- ৯ জানুয়ারি রবীন্দ্র সদনে বেলা ১২টা

হেমন্তের পাখি (সন্তু মুখোপাধ্যায়) – ১৫ জানুয়ারি নন্দন ২ প্রেক্ষাগৃহে সন্ধ্যা ৬টা

 

সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মরণে

পদক্ষেপ – ৯ জানুয়ারি শিশির মঞ্চে সন্ধ্যা ৬টা

বহমান – ১০ জানুয়ারি শিশির মঞ্চে সন্ধ্যা ৬টা

দেখা – ১১ জানুয়ারি শিশির মঞ্চে সন্ধ্যা ৬টা

গণদেবতা – ১২ জানুয়ারি শিশির মঞ্চে সন্ধ্যা ৬টা

হুইল চেয়ার- ১৩ জানুয়ারি শিশির মঞ্চে সন্ধ্যা ৬টা

আকাশ কুসুম- ১৪ জানুয়ারি শিশির মঞ্চে সন্ধ্যা ৬টা

ময়ূরাক্ষী- ১৫ জানুয়ারি শিশির মঞ্চে সন্ধ্যা ৬টা

কোনি – ১৫ জানুয়ারি চলচ্চিত্র শতবর্ষ ভবনে সন্ধ্যা ৬টা

 

তাপস পালের স্মরণে

দাদার কীর্তি – ১১ জানুয়ারি রবীন্দ্র সদনে বেলা ৩.৩০টে

৮.০৮-এর বনগাঁ লোকাল – ১২ জানুয়ারি রবীন্দ্র সদনে বেলা ১২টা

এছাড়াও

অভিযাত্রিক – ১১ জানুয়ারি নন্দন ২ প্রেক্ষাগৃহে সকাল ১১টা

মহানগর – ৯ জানুয়ারি নন্দন ২ প্রেক্ষাগৃহে সন্ধ্যা ৬টা / ১২ জানুয়ারি রবীন্দ্র ওকাকুরা ভবনে সন্ধ্যা ৬টা

[আরও পড়ুন: কলকাতা ফিরেই শুটিং শুরু করলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, কার সঙ্গে জুটি বাঁধলেন এবার? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement