Advertisement
Advertisement

Breaking News

Bob Biswas

‘বব বিশ্বাস’ ছবির শুটিংয়ে রক্তাক্ত অভিষেক বচ্চন, দেখুন ছবি

ব্যাপারটা কী?

Here are some excusive pictures of Abhishek Bachchan as Bob Biswas, Actor is shooting Kolkata since November | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:December 9, 2020 6:38 pm
  • Updated:December 9, 2020 6:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনের চেক শার্টটা কুঁচকে গিয়েছে। মোটা পাওয়ারের চশমার ফ্রেমের ঠিক মাঝখানটা দিয়ে গলগল করে বইছে রক্ত। কপাল ফাটা। গালের একটা দিকেও কাটা দাগ। এভাবেই ‘বব বিশ্বাস’ (Bob Biswas) ছবির শুটিং ফ্লোরে পাওয়া গেল অভিষেক বচ্চনকে (Abhishek Bachchan)। এক্কেবারে রক্তারক্তি কাণ্ড। না, চিন্তার কিছু নেই। শুটিংয়ের জন্যই এই রক্তারক্তি কাণ্ড ঘটানো হয়েছে। আর ধরা পড়েছে সংবাদ প্রতিদিনের ক্যামেরায়।

 

Advertisement

 

চলতি বছরের ২৪ জানুয়ারি ‘বব বিশ্বাস’-এর শুটিং শুরু করেছিলেন অভিষেক। পরিচালনায় ‘কাহানি’র পরিচালক সুজয় ঘোষের কন্যা দিয়া অন্নপূর্ণা ঘোষ (Diya Annapurna Ghosh)। বাবার ব্লকবাস্টার ছবির চরিত্রকে নিয়ে কলকাতা শহরের প্রেক্ষাপটেই পুরো গল্প সাজিয়েছেন দিয়া। প্রযোজক হিসেবে তাঁর পাশে আবার রয়েছেন শাহরুখ খানের (Shah Rukh Khan) স্ত্রী গৌরী খান। স্ত্রীর নামেই বেশিরভাগ প্রযোজনায় শাহরুখ অংশীদার হয়ে থাকেন।

[আরও পড়ুন: ইউনিফর্মের সম্মানহানি! অনিল-অনুরাগ জুটির ‘একে ভার্সাস একে’র দৃশ্যে আপত্তি বায়ুসেনার]

জানুয়ারি মাসের পর করোনা (CoronaVirus) সংকটের আবহে বেশ কিছুদিন বন্ধ ছিল ‘বব বিশ্বাস’ ছবির কাজ। মাঝে কোভিড (COVID-19) পজিটিভ হয়েছিলেন অভিষেকও। করোনামুক্ত হওয়ার পর হাতের ডাবিংয়ের কাজগুলি সেরেই নভেম্বরের শেষে চলে এসেছিলেন মা জয়া বচ্চনের শহরে। শোনা গিয়েছে, বুধবারের এই সিকোয়েন্স শোভাবাজার এলাকায় সম্পূর্ণ করেছেন অভিষেক।

নমস্কার, এক মিনিট! মাত্র এইটুকু সংলাপেই ভারতীয় সিনেমার ইতিহাসে বব বিশ্বাসকে অমর করে দিয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। সেই জুতোয় পা গলিয়েছেন অভিষেক বচ্চন। শোনা গিয়েছে, প্রিক্যুয়েল হিসেবেই নতুন কাহিনি সাজাচ্ছেন পরিচালক দিয়া। বব বিশ্বাসের সিরিয়াল কিলার হয়ে ওঠার কাহিনি দেখানো হবে নতুন এই ছবিতে। অভিষেক ছাড়াও ছবিতে রয়েছেন চিত্রাঙ্গদা সিং (Chitrangada Singh)। বাংলা টেলিভিশনের রানি রাসমণি অর্থাৎ দিতিপ্রিয়া রায়কেও (Ditipriya Roy) দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। 

ছবি: পিন্টু প্রধান

[আরও পড়ুন: এথেন্স বিমানবন্দরে গেলেই দেখতে পাবেন দীপিকার মনভোলানো হাসি, কীভাবে জানেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement