সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০০ সালে বলিউডের একটি কমেডি ছবি দর্শকদের মধ্যে সাড়া ফেলে দিয়েছিল। যেখানে অক্ষয় কুমার, পরেশ রাওয়াল এবং সুনীল শেট্টি একসঙ্গে হাসিয়েছিলেন সিনেপ্রেমীদের। এত বছর পর আজও জনপ্রিয় কমেডি হিন্দি ছবির জগতে সে ছবি অন্যতম। ঠিক ধরেছেন। ছবির নাম ‘হেরা ফেরি’। পরেশ রাওয়ালের কাণ্ডকারখানা, ছবির সংলাপ – সবকিছুতেই ছিল নিখাদ আনন্দ আর হাস্যরস। বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করেছিল সেই ছবি। যদিও তার সিক্যুয়েল, ‘ফির হেরা ফেরি’ সেভাবে দর্শকদের মন কাড়তে পারেনি। সেই ত্রিমূর্তিই আরও একবার ধরা দিতে চলেছেন বড়পর্দায়। হ্যাঁ, শোনা যাচ্ছে, হেরা ফেরি সিরিজের তৃতীয় ছবি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।
প্রথম ছবিটির পরিচালক ছিলেন প্রিয়দর্শন। এবার শোনা যাচ্ছে, ‘হেরা ফেরি থ্রি’ বানাতে জুটি বাঁধছেন প্রযোজক ফিরোজ নাদিয়াওয়ালা ও পরিচালক ইন্দ্র কুমার। না, শুটিং এখনও শুরু হয়নি। আপাতত চিত্রনাট্য তৈরির কাজ চলছে। গত বছর মে মাস থেকেই শুরু হয়েছে গল্প লেখার কাজ। প্রথমার্ধের চিত্রনাট্য তৈরিও হয়ে গিয়েছে। দ্বিতীয়ার্ধের কাজ চলছে। ছবির নির্মাতারা চিত্রনাট্যের সঙ্গে কোনও সমঝোতা করতে চান না। তাই যতই সময় লাগুক, হাস্যরসে কোনও ফাঁকফোকড় রাখতে চাইছেন না তাঁরা। সেই কারণেই ছবিটি ফ্লোরে নামতে দেরি হচ্ছে বলে খবর। তাছাড়া সামনেই মুক্তি পাবে ইন্দ্র কুমার পরিচালিত ‘টোটাল ধামাল’। যার প্রচারে ব্যস্ত গোটা টিম। সেই ব্যস্ততা মিটলেই ‘হেরা ফেরি থ্রি’-তে মন দেবেন পরিচালক।
এদিকে বলিউডে গুঞ্জন ছড়িয়েছিল, ফিরোজের সঙ্গে কাজ করতে অনিচ্ছুক বলিউডের খিলাড়ি কুমার। তবে এ ছবিতে অক্ষয়কেই চান নির্মাতারা। আর সেই কারণেই নাকি বিবাদ ভুলে ফিরোজের সঙ্গে হাত মিলিয়েছেন সুপারস্টার। আরও একবার ত্রিমূর্তির মজার কীর্তিকলাপ দেখার অপেক্ষায় দর্শকরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.