সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামলালার প্রাণপ্রতিষ্ঠার সময় যত এগিয়ে আসছে, ততই উৎসাহ উদ্দীপনা বাড়ছে অযোধ্যায়। উচ্ছ্বসিত বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনীও (Hema Malini)। ইতিমধ্যেই অযোধ্যায় পৌঁছে গিয়েছেন তিনি। রামমন্দির উদ্বোধন উপলক্ষে যে বিশেষ রামায়ণ উপস্থাপিত হবে, তাতেই সীতার চরিত্রে অভিনয় করছেন ৭৫ বছরের অভিনেত্রী তথা রাজনীতিবিদ।
মথুরার সাংসদ হেমা মালিনী। সংবাদ সংস্থা এএনআইয়ের মুখোমুখি হয়ে জানান, এই প্রথমবার অযোধ্যায় পা রাখলেন তিনি। সেখানে ১০ দিন ধরে এই বিশেষ ‘রামায়ণ’ অনুষ্ঠিত হবে স্বামীরামভদ্রাচার্যর আয়োজনে। তাতেই সীতার ভূমিকা পালন করবেন তিনি। এর পরই অভিনেত্রী বলেন, “এমন সময়ে এখানে (অযোধ্যা) আসতে পেরে আমি নিজেকে ভাগ্যবতী মনে করছি।” গোটা বলিউড এখন রামময়, এমন মতও প্রকাশ করেন তারকা।
#WATCH Ayodhya, Uttar Pradesh: On her performance in Ayodhya, BJP MP Hema Malini says, “I have come to Ayodhya for the first time. I am going to perform in the Ramayana as Sita. This programme has been organised by Swami Rambhadracharya… He has organised a 10-day programme. I… pic.twitter.com/LAFmPQ9nmr
— ANI (@ANI) January 17, 2024
রামমন্দিরের উদ্বোধনের আগেই অযোধ্যায় পৌঁছেছেন বিন্দু দারা সিং এবং অভিনেতা রাকেশ বেদী। অযোধ্যা সারা দেশের মধ্যে ১ নম্বর তীর্থস্থান হয়ে উঠবে, এমনই দাবি বিন্দুর। জানান, ১৬ থেকে ২২ জানুয়ারির ‘রামলীলা’র জন্যই তাঁকে ডাকা হয়েছে। তিনি সেখানে শিবের ভূমিকায় অভিনয় করছেন।
#WATCH | Actors Rakesh Bedi and Vindu Dara Singh in Ayodhya to perform ‘Ramleela’ ahead of Ram Temple ‘Pran Pratishtha’
“I have been invited to perform Ram Leela in Ayodhya from 16th to 22nd January. I am playing the role of Lord Shiva. Ayodhya will become the world’s top… pic.twitter.com/nDUJNvg412
— ANI (@ANI) January 16, 2024
অভিনেতা রাকেশ বেদীর মুখে শোনা যায় উন্নয়নের কথা। তিনি জানান, অযোধ্যার ভোল পালটে গিয়েছে। রামমন্দির উদ্বোধনের আগেই অযোধ্যায় বিমানবন্দর তৈরি হয়েছে। তাতে আরও তীর্থযাত্রীদের আগমন ঘটবে এবং আর্থিক দিক থেকেও উন্নয়ন হবে বলে মনে করছেন অভিনেতা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.