Advertisement
Advertisement
Hello 3 trailer

প্রতিশোধের আগুন নিয়ে আসছে রাইমা-প্রিয়াঙ্কার ‘হ্যালো ৩’, দেখুন ট্রেলার

এবারে নতুন কে থাকছেন?

Hello 3 trailer: Shaheb Bhattacherjee, Pamela Bhutoria joins hoichoi series with Raima Sen, Priyanka Sarkar, Joy Sengupta | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:January 15, 2021 4:09 pm
  • Updated:January 15, 2021 4:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেম-পরকীয়া-সমকামিতার ছোঁয়া আগের দুই সিজনেই পাওয়া গিয়েছিল। এবার অতীত ও প্রতিশোধের আগুন ঝলসে উঠল ‘হ্যালো ৩’ (Hello 3) সিরিজের অফিশিয়াল ট্রেলারে। রাইমা সেন (Raima Sen), প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar), জয় সেনগুপ্তর (Joy Sengupta) পাশাপাশি নতুন এই মরশুমে থাকছেন সাহেব ভট্টাচার্য (Shaheb Bhattacherjee) এবং পামেলা ভুতোরিয়া (Pamela Bhutoria)।

Advertisement

[আরও পড়ুন: টুইটারে লতা মঙ্গেশকরকে অপমান! কড়া জবাব আদনান ও বিবেকের]

২০১৭ সালে প্রকাশ্যে এসেছিল ‘হ্যালো’ সিরিজের প্রথম সিজন। এই সিরিজের মাধ্যমেই ওয়েব দুনিয়ার নিজের সফর শুরু করেছিলেন রাইমা সেন। সিরিজের নন্দিতার চরিত্রে অভিনয় করছেন রাইমা। তাঁর স্বামী অনন্যর ভূমিকায় রয়েছেন জয় সেনগুপ্ত। প্রিয়াঙ্কা অভিনয় করেছেন নীনা ওরফে দেবলীনার চরিত্রে। প্রথম মরশুমে অন্যন্য ও নীনার পরকীয়ার জেরে নন্দিতার সংসারের অশান্তি দেখানো হয়েছিল পুজোর আবহে। দ্বিতীয় মরশুমে পরকীয়ার মোড় ঘুরে যায় সমকামিতার আবহে। জানা যায়, নীনা আসলে ছোটবেলা থেকে নন্দিতাকে ভালবাসত। আর নন্দিতাকে পেতেই অন্যন্যর সঙ্গে প্রেমের নাটক করেছিল। নন্দিতা অনন্যর স্বার্থপরতায় বিরক্ত হয়ে নীনার সঙ্গে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসেছিল।

নন্দিতা ও নীনার নতুন সফরের ঝলকই ড্রামা থ্রিলার সিরিজের ট্রেলারে দেখা গেল। আর সেখানেই অতীতের লুকনো কোনও রহস্যের আভাস দেওয়া হয়েছে। যার সূত্র ধরেই দেখা গিয়েছে সাহেব ভট্টাচার্য ও পামেলা ভুতোরিয়াকে। সিরিজের প্রথম মরশুমের পরিচালনার দায়িত্বে ছিলেন অনির্বাণ মল্লিক। ছিল আটটি এপিসোড। দ্বিতীয় মরশুম থেকে পরিচালনার দায়িত্ব নিজের কাঁধে নেন সৌমিক চট্টোপাধ্যায় (Soumik Chattopadhyay)। তাতেও ছিল আটটি এপিসোড। যেগুলিকে সম্পর্কের টানাপোড়েন ও রহস্যের মোড়কে সাজিয়েছিলেন পরিচালক। এবারও ট্রেলারে সেই ইঙ্গিতই দিলেন। বাড়তি পাওনা সাহেব ও পামেলা। নতুন এই এপিসোডগুলির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মিতালি ভট্টাচার্য। ২২ জানুয়ারি থেকে হইচই (Hoichoi) ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাবে ‘হ্যালো ৩’।

[আরও পড়ুন: ‘মণিকর্ণিকা’র সিক্যুয়েল ঘোষণা করলেন কঙ্গনা, এবার বড়পর্দায় কাশ্মীরের রানির কাহিনি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement