Advertisement
Advertisement

Breaking News

শুধু যৌনতা নয়, সাসপেন্সও নিয়ে আসছে ‘হ্যালো ২’

দেখে নিন ‘হ্যালো ২’-এর ট্রেলার।

Hello 2 trailer released
Published by: Bishakha Pal
  • Posted:November 26, 2018 8:45 pm
  • Updated:November 26, 2018 8:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘হ্যালো… রিমেম্বার মি?’ এই একটা বাক্যেই আঁতকে উঠত নন্দিতা। কারণ, ঠিক এভাবেই তার সামনে এসেছিল স্বামীর পরকীয়ার সত্য। কেউ একজন আড়ালে থেকে তাকে বুঝিয়ে দিয়েছিল তার স্বামীর অন্য সম্পর্ক রয়েছে। শারীরিক মিলনের ভিডিও এসে পৌঁছেছিল নন্দিতার কাছে। কিন্তু যে সেটি পাঠিয়েছিল, সে যে শুধু সত্যি জানাতে চাইছিল, সেকথা হয়তো বুঝেছিল নন্দিতা।

‘হ্যালো’-র প্রথম মরশুম শেষ হয়েছিল এভাবেই। সাসপেন্স থেকে গিয়েছিল এরপর কী হবে? নীনা যে নন্দিতাকে পছন্দ করে তা দর্শক জেনেছিল আগেই। কিন্তু নন্দিতা যখন তা জানতে পারবে, তাঁর প্রতিক্রিয়া কী হবে, তা নিয়ে দর্শকদের মনে কৌতূহল ছিলই। সেই কৌতূহল এবার মিটবে। কিন্তু তাঁর সঙ্গে থাকবে নতুন চমক।

Advertisement

বি-টাউনে নয়া গুঞ্জন, আবারও বিয়ে করছেন হৃত্বিক! ]

নীনা আর নন্দিতার বন্ধুত্বের কথা কোনওভাবে জেনে গিয়েছে অনন্য। নীনা যে নন্দিতাকে অন্য চোখে দেখে, তাও আর অজানা নেই। কিন্তু এই বিষয়টা  মেনে নিতে পারেনি সে। তাই নীনার কাছে গিয়ে গোটা বিষয়টির উপর থেকে পর্দা সরাতে চেয়েছিল। কিন্তু হয়তো সব কথা শোনার পর সে মেজাজ সামলাতে পারেনি। রাগের বশে খুনই করে ফেলে নীনাকে। সত্যিই কি তাই? নাকি এ সবই তার মনে হওয়া? যদি তা নাই হবে তাহলে কেন নন্দিতা বলবে সে সব জানে? কেনই বা নীনার আওয়াজ শোনা যাবে ‘তুমি কি ভেবেছ আমি মরে গেছি? অত সহজে আমি তোমাকে ছেড়ে যাব না।’ 

গল্পে টুইস্ট? হ্যাঁ। ‘হ্যালো ২’-এ এইরকম অনেক কিছুই অপেক্ষা করছে। ট্রেলারেই তার আঁচ পাওয়া গিয়েছে। ‘হ্যালো’ যেভাবে ভরা ছিল সাসপেন্সে, তার দ্বিতীয় পর্বও কম কিছু নয়। হইচই ওয়েবসাইটের এই ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে দেখা যাবে জয় সেনগুপ্ত, রাইমা সেন এবং প্রিয়াঙ্কা সরকারকে। ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন অনির্বাণ মল্লিক।

এবার ডার্ক লাভ স্টোরিতে দেখা যাবে টোটাকে ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement