সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সঞ্জয় লীলা বনশালির সিনেমা মানেই ক্যানভাস। নিখুঁত তুলির টানে চরিত্রদের সিনেমার এই ক্যানভাসে ফুটিয়ে তোলেন পরিচালক। এতদিন বড়পর্দায় এই শিল্পের সাক্ষী থেকেছেন দর্শকরা। এবার ওয়েব সিরিজের পালা। বলিউডের একঝাঁক সুন্দরীকে নিয়ে ‘হীরামাণ্ডি: দ্য ডায়মন্ড বাজার’ সাজিয়েছেন বনশালি। সিরিজের পোস্টার, টিজার আগেই প্রকাশ্যে এসেছে। এবার ট্রেলারের (Heeramandi Trailer) পালা। ৩ মিনিট ১১ সেকেন্ডের ঝলকেই কিস্তিমাত করলেন পরিচালক।
স্বাধীনতার আগে লাহোরের বারবনিতাদের জীবন কেমন ছিল? কারা রানির মতো জীবন অতিবাহিত করতেন? কারাই বাবা প্রতিমুহূর্তে সমাজের চোখে চোখ রেখে নিজের শর্তে চলতেন, সেই কাহিনিই বনশালির এই নতুন সিরিজে। এর পাশাপাশি রয়েছে স্বাধীনতার রক্তক্ষয়ী সংগ্রাম। যাতে পতিতাপল্লির নারীদেরও অবদান রয়েছে। ইংরেজদের সামনে দাঁড়িয়ে তাঁরাও জোর কণ্ঠে বলেছেন, ‘ইনকিলাব জিন্দাবাদ।’
এর আগে ‘হীরামাণ্ডি’ নিয়ে কথা বলতে গিয়ে সঞ্জয় লীলা বনশালি জানিয়েছিলেন, এটি তাঁর ড্রিম প্রজেক্ট। অনেক পরিকল্পনা, প্রস্তুতির পর কাজটি শুরু করছেন। এই সিরিজের মাধ্যমে বারবনিতার জীবনের চালচিত্র সারা বিশ্বের দর্শকদের সামনে তুলে ধরতে চান তিনি। তাই কোনও খামতি রাখতে চান না।
সিরিজে বনশালির তুরুপের তাস বলিউডের ছয় সুন্দরী। মল্লিকাজানের চরিত্রে মনীষা কৈরালা, ফারিদানের চরিত্রে সোনাক্ষি সিনহা, বিব্বোজানের চরিত্রে অদিতি রাও হায়দরি, লাজ্জোর ভূমিকায় রিচা চাড্ডা, ওয়াহিদা হয়েছেন সানজিদা শেখ আর আলমজেব হিসেবে দেখা যাচ্ছে বনশালির ভাগ্নী শরমিন সেগলকে। এছাড়াও সিরিজের বড় চমক ফারদিন খান ও ফরিদা জালাল। বহুদিন বাদে ক্যামেরার সামনে পাওয়া গেল দুই অভিনেতাকে। রয়েছেন শেখর সুমন, অধ্যয়ন সুমন, তাহা শাহ বাদুশা, জেশন শাহ, ঈন্দ্রেশ মালিক ও শ্রুতি শর্মা। পয়লা মে থেকে নেটফ্লিক্সে দেখা যাবে ‘হীরামাণ্ডি’।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.