Advertisement
Advertisement

Breaking News

Vikram Gokhale

বলিউড অভিনেতা বিক্রম গোখলের শারীরিক অবস্থার উন্নতি, তবে কাটেনি সংকট

পুনের হাসপাতালে ভরতি রয়েছেন বিক্রম।

Health Update of Veteran actor Vikram Gokhale | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:November 25, 2022 4:02 pm
  • Updated:November 25, 2022 4:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলিউডের বর্ষীয়ান অভিনেতা বিক্রম গোখলের। হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, গত ৪৮ ঘণ্টার অত্যন্ত সংকটজনক অবস্থা কাটিয়ে চিকিৎসায় সাড়া দিচ্ছেন বিক্রম। তবে এখনও পুরোপুরি সংকট কাটেনি। চিকিৎসক জানিয়েছেন, চোখ মেলেছেন অভিনেতা। হাত-পাও নাড়াচ্ছেন। তবে আগামী ৪৮ ঘণ্টা তাঁকে রাখা হবে ভেন্টিলেশনে।

কয়েকদিন আগেই পুনের হাসপাতালে ভরতি করা হয় অভিনেতা বিক্রম গোখলেকে (Vikram Ghokhle)। বুধবার শারীরিক অবস্থার অবনতি ঘটে। ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে।

Advertisement

[আরও পড়ুন: বিয়ে করছেন ফতিমা সানা শেখ! পাত্র কি আমির খান?]

শুধু বলিউডে নয়, মারাঠি ছবি ও নাটকে অভিনয় করেও জনপ্রিয় হয়েছেন বিক্রম (Vikram Gokhle)। তবে ২০১৬ সালে গলার সমস্যার জন্য অভিনয়ে সাময়িক বিরতি দিতে হয়। সেই সমস্যা থেকেই ফের হাসপাতালে ভরতি হয়েছিলেন কিনা, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। 

‘হাম দিল দে চুকে সনম’, ‘খুদা গওয়া’, ‘মিশন মঙ্গল’ ‘অগ্নিপথে’র মতো জনপ্রিয় হিন্দি ছবিতে কাজ করেছেন বিক্রম গোখলে। ২০১০ সালে জাতীয় পুরস্কার পান। তাঁকে শেষ দেখা গিয়েছে শিল্পা শেট্টির ‘নিকাম্মা’-তে চলতি বছরের জুন মাসে।

[আরও পড়ুন: সানিয়া মির্জাকে আপেল খাইয়ে বিপাকে বরুণ! অভিনেতাকে ধমক টেনিস তারকার মায়ের]

 

 

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement