সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত জনপ্রিয় গায়ক রাজু পাঞ্জাবি। মঙ্গলবার হিসরের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন রাজু। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪০।
হাসপাতাল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বেশ কয়েকদিন ধরেই জন্ডিসে ভুগছিলেন গায়ক। চলছিল চিকিৎসাও। সোমবার মধ্য়রাত থেকে শারীরিক অবস্থার অবনতি ঘটে। মঙ্গলবার সকালে শেষ নিশ্বাস ত্য়াগ করেন এই গায়ক।
प्रसिद्ध हरियाणवी गायक एवं संगीत निर्माता राजू पंजाबी जी के निधन का दुखद समाचार प्राप्त हुआ। उनका जाना हरियाणा म्यूजिक इंडस्ट्री के लिए अपूरणीय क्षति है।
ईश्वर दिवंगत आत्मा को अपने श्री चरणों में स्थान दें तथा उनके परिजनों को यह अथाह दुःख सहन करने की शक्ति प्रदान करें।
ॐ शांति!
— Manohar Lal (@mlkhattar) August 22, 2023
১২ আগস্টই মুক্তি পায় গায়কের শেষ গান ‘আপসে মিলকে ইয়ারা হামকো আচ্ছা লাগা থা।’ ইতিমধ্য়েই গানটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গায়কের মৃত্যুতে টুইটে শোকপ্রকাশ করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.