Advertisement
Advertisement
Harsh Varrdhan

‘জুতোটাও তো বাবার পয়সায় কেনো!’, অনিলপুত্রকে মারাত্মক ট্রোল, পালটা দিলেন হর্ষবর্ধন

পালটা কী বললেন হর্ষবর্ধন কাপুর?

Harsh Varrdhan Kapoor TROLLED For Buying Sneakers With Anil Kapoor's Money, He Reacts
Published by: Sandipta Bhanja
  • Posted:April 19, 2024 10:55 am
  • Updated:April 19, 2024 10:56 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেলিব্রিটি হওয়াটা কি আর কম ঝক্কির! পান থেকে চুন খসলেই, যত বড় সুপারস্টারই হোন না কেন, ছেড়ে কথা বলেন না নেটপাড়ার নীতিপুলিশেরা। এবার হর্ষবর্ধন কাপুরকে (Harsh Varrdhan Kapoor) মারাত্মক ট্রোলের শিকার হতে হল। অভিনেতায় আয় নিয়ে খোঁটা দেওয়ার পাশাপাশি, বাবার টাকা শ্রাদ্ধ করার অভিযোগও উঠল তাঁর বিরুদ্ধে।

বলিউডে ফিল্মি কেরিয়ারের দৈর্ঘ্য স্বল্প হলেও সিনে সমালোচকদের চোখে হর্ষবর্ধন কাপুর কিন্তু দক্ষ অভিনেতা। বাবা অনিল কাপুর (Anil Kapoor) কিংবা দিদি সোনম কাপুরের মতো সুপারস্টার নন ঠিকই তবে নিজেই লাইমলাইট থেকে দূরে থাকতে পছন্দ করেন হর্ষবর্ধন। সোনম কাপুরের ভাই বেজায় ফুটবলপ্রেমী বলেই পরিচিত ঘনিষ্ঠমহলে। কোনও ফুটবল ম্যাচই দেখা বাদ দেন না। সম্প্রতি এক্স হ্যান্ডেলে ম্যাঞ্চেস্টার সিটি নিয়ে পোস্ট করেছিলেন। আর সেই পোস্টের পরই খোঁটা খেতে হল হর্ষবর্ধন কাপুরকে।

Advertisement

[আরও পড়ুন: গণতন্ত্রের উৎসবে শামিল দক্ষিণী তারকারা, সাতসকালে বুথে লাইন দিয়ে ভোট দিলেন রজনীকান্ত-ধনুষরা]

আসলে ম্যাঞ্চেস্টারকে বিঁধেই টুইট করেছিলেন অনিলপুত্র। যা কিনা ভালো চোখে দেখেননি ম্যাঞ্চেস্টার সিটির ফ্যানরা। অতঃপর অভিনেতাকে তাঁদের রোষানলে পড়তে হল। কারও মন্তব্য, ‘আপনি নিজে কী করেন?’আবার কারও কটুক্তি, ‘নিজে তো বাবার পয়সায় জুতো কেনেন। একটা ভালো সিনেমা অন্তত করুন।’ কেউ কেউ আবার প্রশ্ন তোলেন, ‘আপনি নিজে ফিল্মি কেরিয়ারে কটা সিনেমা করেছেন? আর ছবিগুলো কোথায় দেখতে পাব?’ এরপরই চটে যান হর্ষবর্ধন কাপুর। চুপ করে না থেকে পালটা ট্রোলারদের মোক্ষম জবাব দিতে দেখা গেল অনিলপুত্রকে। অভিনেতা বলেন, “আমি তো ‘রে’, ‘থর’, ‘ভবেশ যোশি’, ‘একে ভার্সেস একে’, ‘মির্জা’ করেছি। আপনি কে? একজন মূর্খ হতাশ লোক, যে টুইটারে বসে বসে তিক্ততা ছড়াচ্ছেন। আর আরবের টাকায় ম্যাঞ্চেস্টার সিটি বড়লোক হওয়ার পরে সমর্থক হয়েছেন।”

[আরও পড়ুন: লোকসভার ময়দানে ‘মোদি বিরোধী’ প্রচারে রণবীর সিং! ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক তুঙ্গে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement