Advertisement
Advertisement
Amitabh Bachchan

আশিতে পা অমিতাভ বচ্চনের, বলিউড ‘শাহেনশাহ’র জন্মদিনে শুভেচ্ছা মমতা-মোদির

'বিগ বি'কে শুভেচ্ছা জানিয়েছে গোটা বলিউড।

Happy Birthday Amitabh Bachchan: PM Narendra Modi and CM Mamata Banerjee wish Big B | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:October 11, 2022 10:24 am
  • Updated:October 11, 2022 11:58 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি বলিউডের শাহেনশাহ। তাঁর ব্যারিটন আওয়াজকে এখনও টেক্কা দিতে পারেননি কেউই। অভিনয় থেকে অভিব্যক্তি। নিজের ক্যারিশমায় ভারতীয় সিনেমায় অমিতাভ প্রতিষ্ঠা করেছেন  ‘বচ্চন যুগ’। মঙ্গলবার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan ) পা দিলেন আশি বছরে। তবে কে বলবে তাঁর বয়স হয়েছে আশি! নিন্দুকদের ‘বুডঢা হোগা তেরা বাপ’ বলে এখনও সিনেপর্দায় ম্যাজিক ছড়াচ্ছেন তিনি।  হাঁটুর বয়সি নায়কদের দিকে ছুঁড়ছেন চ্যালেঞ্জ। এই পড়ন্ত বিকেলেও তিনি ছড়িয়ে দিচ্ছেন গনগনে তেজ। 

Amitabh Bachchan

Advertisement

এখন তিনি বলিউডের শাহেনশাহ হলেও, কেরিয়ারের শুরুটা মোটেই সহজ ছিল না অমিতাভের। কলকাতা শহরে পা দিয়ে ছোটোখাটো চাকরি করেছেন। রাশভারী আওয়াজের মালিক হওয়ার চেষ্টা করেছিলেন রেডিওতেও। কিন্তু ব্যর্থ হন তিনি। অতিরিক্ত ভারী আওয়াজ হওয়ার কারণে বেতারে কাজ জোটেনি। ঠিক সেই সময়ে পরিচালক মৃণাল সেনের নজরে পড়েন। অমিতাভের আওয়াজকে মৃণাল সেন ব্যবহার করেন তাঁর ছবি ‘ভুবন সোমে’। সেই থেকেই সিনেমায় সূত্রধর হওয়া শুরু। তবে শুধু আওয়াজে নয়, দীঘল চেহারার অমিতাভ সিনেপর্দায় পা দেওয়া মাত্রই নতুন স্ট্রাগল শুরু। প্রথম ছবি ‘সাত হিন্দুস্থানি’। কেরিয়ারের গোড়ায় একাধিক ছবি ফ্লপ করে। ভাগ্য ফেরে ‘দিওয়ার’, ‘জঞ্জির’ থেকে। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি পায় ‘অ্যাংরি ইয়ংম্যান’। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। অমিতাভ মানেই বক্স অফিস সুপারহিট। রীতিমতো ইতিহাস তৈরি করতে শুরু করেন বলিউডের ‘বিগ বি’। ‘মুকদ্দর কা সিকন্দর’, ‘শোলে’, ‘শরাবি’, ‘নমকহালাল’, ‘ইয়ারানা’, ‘মর্দ’, একের পর এক মাইলস্টোন ছবি।  

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karan Johar (@karanjohar)

Bollywood Actor Amitabh Bachchan discloses that the government has sent notices for social media posts

[আরও পড়ুন: বয়কট করা হোক আমির খানকে, হিন্দু ভাবাবেগে আঘাত করে নেটদুনিয়ার রোষানলে অভিনেতা]

সত্তর, আশির দশকের সিনেপর্দার শাহেনশার ভাগ্য বিপর্যয় ঘটে হঠাৎই। নয়ের দশকে একের পর এক ছবি ফ্লপ করে। সিনেমার ব্যবসায় নেমে ক্ষতির মুখ দেখতে হয়। চূড়ান্ত অর্থাভাবের মধ্যে পড়তে হয় অমিতাভকে। কিন্তু বরাবরই লড়াকু স্বভাবের মানুষ তিনি। ফের ঘুরে দাঁড়ান তিনি। অনেকটা তাঁর বিখ্যাত সব সিনেমার মতোই প্রত্যাবর্তন ঘটান বাস্তব জীবনে। নিজেকে নিয়ে শুরু করেন এক্সপেরিমেন্ট। ইমেজ ভেঙে নিজেই তৈরি করেন নিজের এক নতুন ছবি। ‘ব্ল্যাক’, ‘পা’, ‘কভি খুশি কভি গম’, ‘মহব্বতে’র মতো নানা স্বাদের ছবি করে অমিতাভ নিজেকে পাল্টাতে শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলাতে থাকেন। ধারণা, ভাবনা বদলে ফেলে সময়ের উপযোগী হয়ে ওঠেন। টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামের যুগের সঙ্গে তাল মেলাতে শুরু করেন। হয়তো তাঁর এই সদা বদলে যাওয়ার গুণই তাঁকে করে তুলেছে অপ্রতিরোধ্য। সিনেপর্দা থেকে টেলিপর্দা- এখনও তাঁর হাতের মুঠোয়। বিভিন্ন মাধ্যমে তিনি এখনও সাবলীল। কণ্ঠের জাদুতে আর তাঁর ব্যক্তিত্বে একেকটা চরিত্রে ছাপ ফেলে যান তিনি। আর তাই তো আশি বছরে পা দিয়েও, তিনি ঠিক আশি বছরের মতো নন। বরং সদা রঙিন। সদা উজ্জ্বল। সদা বহমান। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ajay Devgn (@ajaydevgn)

অমিতাভের আশি বছরের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট করে মোদি লিখেছেন, ”শুভ জন্মদিন অমিতাভ বচ্চন। ভারতের সবচেয়ে উজ্জ্বল অভিনেতা ও ব্যক্তি তিনি। প্রতিটি প্রজন্মের মানুষকে তিনি বিনোদন দিয়ে চলেছেন। তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি।”

[আরও পড়ুন: ভেস্তে গেল ঋতুপর্ণা ও প্রসেনজিতের বিয়ে! কারণ ফাঁস করলেন তারকা জুটি, দেখুন ভিডিও ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement