Advertisement
Advertisement

Breaking News

hansal mehta

মুসলিম নাম থাকলে কেউ ছবি দেখবে না! ‘শহিদ’ নিয়ে ‘পরামর্শ’ শুনতে হয়েছিল হনসল মেহেতাকে

আর কী লিখলেন হনসল?

hansal mehta walks a down memory lane about his national award winning shahid| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:February 14, 2023 5:19 pm
  • Updated:February 14, 2023 5:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিচালকের কাছে তাঁর তৈরি সিনেমা ভালবাসা প্রকাশের এক মাধ্য়ম। ঠিক যেমন পরিচালক হনসল মেহতার কাছে তাঁর ‘শহিদ’ ছবিটি। আর তাই তো ভালবাসার দিনে সবাই যখন তাঁদের প্রিয় মানুষকে নিয়ে ব্যস্ত, ঠিক তখনই নিজের সবচেয়ে প্রিয় ছবির স্মৃতিতে ভেসে গেলেন হনসল।

ইনস্টাগ্রামে শাহিদ ছবির প্রথম পোস্টার শেয়ার করে পরিচালক লিখলেন, ”তখনও ছবির নাম ঠিক হয়নি। তবে ভাবনায় ছিল এই ছবির নাম শাহিদই হবে। অনেকেই আমাকে পরামর্শ দিয়েছিলেন ছবির নাম মুসলিম নাম দিয়ে করলে কেউ ছবি দেখবে না। অনেকে আবার ছবির ক্লাইম্যাক্স বদলে ফেলতে বলেছিলেন। তবে শেষমেশ দেখুন নামটাও একই রইল। ছবির ক্লাইম্যাক্স। দারুণ অভিনেতা মনোজ বাজপেয়ী এবং রাজকুমার রাওয়ের অভিনয়ে এই ছবি হয়ে উঠল মাস্টারপিস।”

Advertisement

[আরও পড়ুন: ‘পূজা’কে ফোন ‘পাঠানে’র! ফের আগুন ঝরাতে আসছে ‘ড্রিমগার্ল ২’, দেখুন টিজার]

প্রসঙ্গত, ২০২৩ সালের অস্কারে শর্ট লিস্টে জায়গা করে নিয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। নিজেই টুইট করে এই সুখবর জানিয়েছিলেন ছবির পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri)। আর এরপরই তাঁকে কটাক্ষ করেছেন আরেক পরিচালক হনসল মেহতা। তাঁর দাবি, মিথ্যে বলছেন বিবেক।

ঠিক কী বলছেন হনসল? তিনি নিউ ইয়র্কের কলাম লেখক অসীম ছাবড়ার একটি টুইট রিটুইট করেছেন। সেখানে বলা হয়েছে, ‘একটা বিষয় পরিষ্কার করে দেওয়া দরকার। বিভেদ সৃষ্টিকারী ছবিটির পরিচালক যে দাবি করছেন তাঁর ছবি অস্কারে শর্টলিস্টেড হয়েছে, তা মিথ্যে। ওঁর ছবিটি কেবল অস্কারের জন্য মনোনীত হয়েছে। যে ছবিই মনোনীত হতে পারে যদি সেটা কিছুদিনের জন্য লস অ্যাঞ্জেলসে চলে থাকে।’ হনসল মেহতা এই টুইটটিই শেয়ার করে লিখেছেন, ‘আপনি গণহত্যাকে অস্বীকার করা রাষ্ট্রবিরোধী।’

[আরও পড়ুন: ‘আমার মাথায় রামদেবের হাত নেই!’ রুক্মিণীর ‘নটী বিনোদিনী’ নিয়ে ফের সরব শ্রীলেখা! ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement