Advertisement
Advertisement

Breaking News

Hansal mehta

‘অস্কার না পেলেও,অল দ্যাট ব্রিদসই সেরা তথ্যচিত্র’, বাঙালি পরিচালকের প্রশংসায় হনসল

অস্কারে সেরা তথ্যচিত্রের পুরস্কার পায় পরিচালক ড্য়ানিয়েল রোহারের 'ন্যাভালনি'।

Hansal Mehta calls All That Breathes ‘much more cinematic’ than Oscar winner Navalny| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:March 27, 2023 3:58 pm
  • Updated:March 27, 2023 9:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্ভাবনা থাকলেও, শেষমেশ অস্কার জোটেনি বাঙালি পরিচালক শৌনক সেনের তথ্য়চিত্র ‘অল দ্যাট ব্রিদস’। অন্যদিকে অস্কারে সেরা তথ্যচিত্রের পুরস্কার পায় পরিচালক ড্য়ানিয়েল রোহারের ‘ন্য়াভালনি’। তবে বলিউডের খ্যাতনাম পরিচালক হনসল মেহেতা সম্প্রতি এই দুটি ছবিই দেখে ফেলেছেন। এই দুই ছবি নিয়ে টুইটারে প্রতিক্রিয়া দিলেন হনসল। স্পষ্ট জানালেন, ”শৌনকের ছবিটি অনেক ভাল। ড্যানিয়েল রোহারের ন্যাভালনি একটি খুবই সাধারণ মানের ছবি।”

হনসল মেহেতা টুইটারে আরও লেখেন, ‘ন্যাভলনি এমন একটি তথ্য চিত্র যেখানে রাজনৈতিক গল্প তুলে ধরা হয়েছে। কিন্তু ছবি একেবারেই মাঝারি মানের। অন্য়দিকে, অল দ্যাট ব্রিদস ছবিটির মধ্য়ে বেশি গভীরতা রয়েছে, রাজনৈতিক ভাবেও জরুরি আর আর সবচেয়ে বড় কথা অবশ্যই সিনেমাটিক এই ছবিটি।’

Advertisement

[আরও পড়ুন: ‘প্লিজ সলমন ভাইকে ছেড়ে দিন’, গ্যাংস্টার বিষ্ণোইর কাছে হাতজোড় করে আরজি রাখির]

তবে শৌনকের এই ছবি অস্কার না পেলেও, সান্ডেন্স ফিল্ম ফেস্টিভ্যাল, কান চলচ্চিত্র উৎসবে সেরা তথ্যচিত্রর সম্মান পায় এই ছবি।

[আরও পড়ুন: বিয়ের জল্পনার মাঝেই ডিজাইনার মণীশ মালহোত্রার বাড়িতে পরিণীতি, পোশাকের অর্ডার?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement