Advertisement
Advertisement

Breaking News

Halle Berry

হাতে সুরা, নগ্ন শরীরে বারান্দায় দাঁড়িয়ে রৌদ্র স্নান, চিনতে পারছেন অভিনেত্রীকে?

এক সময় 'বন্ড গার্ল' হয়েছিলেন ইনি।

Halle Berry goes wild in her latest balcony picture | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:April 10, 2023 5:20 pm
  • Updated:April 10, 2023 5:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারান্দায় রোদ্দুর। তাতেই অনাবৃত শরীরে দাঁড়িয়ে অস্কারজয়ী অভিনেত্রী। হাতের সুরার পানীয় ঠোঁটে আলতো করে ছোঁয়ানো। তাতেই যেন যাবতীয় মাদকতা। চিনতে পারছেন? ইনিই ‘বন্ড গার্ল’ হ্যালি বেরি (Halle Berry)।

নিজের এই ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “আমি যা চাই তাই-ই করি।” কাকে এই বার্তা দিতে চেয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী, তা স্পষ্ট নয়। তবে তাঁর নগ্ন শরীরের সৌন্দর্যে মুগ্ধ অনেকেই। কেউ কেউ আবার নায়িকার মতো মুক্তমনা হওয়ার ইচ্ছেও প্রকাশ করেছেন।

Advertisement

[আরও পড়ুন: চারটি এপিসোডেই অনির্বাণের দাপট, পড়ুন ‘ব্যোমকেশ ও পিঁজরাপোল’ সিরিজের রিভিউ]

১৯৬৬ সালে ওহায়োতে জন্ম হ্যালির। ছোটবেলাতেই তাঁর মা ও বাবার বিচ্ছেদ হয়ে যায়। হ্যালির কথায় তাঁর বাবা ছিলেন অত্যাচারী মানুষ। নিত্যদিনই হ্যালির মাকে মারধর করতেন। ডিভোর্সের পর বাবার সঙ্গে আর বহুদিন যোগাযোগ রাখেননি হ্যালি ও তাঁর মা। সৌন্দর্য প্রতিযোগিতার মাধ্যমে গ্ল্যামার জগতের নজর কাড়েন হ্যালি। ১৯৯২ সালে ‘বুমেরাং’ সিনেমার মাধ্যমে পরিচিতি পান। পরে ‘ফ্লিনস্টোন’, ‘ডরোথি ড্যানড্রিজ’-এর মতো ছবির মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Halle Berry (@halleberry)

২০০০ সালে হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন হ্যালি। ‘মনস্টার’স বল’ সিনেমার সৌজন্য তিনি প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা হিসেবে সেরা অভিনেত্রীর অস্কার পান। ‘ডাই অ্যানাদার ডে’ ছবিতে ‘বন্ড গার্ল’ হয়েছিলেন হ্যালি। ‘এক্স মেন’ সিনেমার চার বার স্টর্মের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ৫৬ বছর বয়স হ্যালির। এখনও ক্যামেরার সামনে নগ্ন হতে দ্বিধা বোধ করেন না তিনি। এতেই মুগ্ধ নেটিজেনরা।

[আরও পড়ুন: মন্দির চত্বরে ‘লুঙ্গি’ পরে উদ্দাম নাচ! ক্ষিপ্ত প্রাক্তন ক্রিকেটারের তোপের মুখে সলমন খান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement