Advertisement
Advertisement

Breaking News

Haddi trailer

হাতে রক্তাক্ত খড়্গ! বৃহন্নলার বেশে একের পর এক খুন, গায়ে কাঁটা দেবে ‘হাড্ডি’র ট্রেলার, দেখুন

'হাড্ডি'র ট্রেলারে দুর্ধর্ষ নওয়াজ, বড় চমক 'ভিলেন' অনুরাগ কাশ্যপ।

Haddi trailer: It's Nawazuddin Siddiqui vs Anurag Kashyap's revenge saga | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:August 23, 2023 3:55 pm
  • Updated:August 23, 2023 3:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিবাহ বিচ্ছেদ বিতর্ক বারবার পিছিয়ে যাচ্ছিল মুক্তি। নির্মাতারা শঙ্কা প্রকাশ করেছিলেন যে, বিতর্কের মাঝে সিনেমা মুক্তি পেলে তা ব্যবসা করতে পারবে কিনা। তবে এবার সেসব ছাপিয়ে দুর্ধর্ষ লুকে ধরা দিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। ‘হাড্ডি’র ট্রেলারে রূপান্তরকামীর বেশে যেমন ক্ষুরধার অবতারে ধরা দিলেন, তা দেখে শোরগোল পড়ে গিয়েছে। আগেভাগেই সতর্কবাণী দিয়ে দিয়েছেন অভিনেতা।

পরনে শাড়ি। এক গা গয়না। কপাল বড় টিপ। ঠোঁট রাঙানো লিপস্টিকে। কখনো খোঁপায় গোঁজা কসাইযের ছুঁড়ি। আবার কখনও বা কাঁধ পর্যন্ত একমাথা চুল নিয়ে অ্যাকশন সিকোয়েন্সে একাই ধরাশায়ী করে দিচ্ছেন শত্রুদের। নওয়াজউদ্দিন সিদ্দিকিকে এর আগে এহেন অবতারে দেখেননি দর্শকরা। ট্রেলারে যেরকম প্রতিশোধস্পৃহ হিংস্র অবতারে ধরা দিয়েছেন অভিনেতা, তা দেখেই অনুরাগীরদের মুখ হা হয়ে গিয়েছে। অতঃপর সোশ্যাল পাড়ার এখন ট্রেন্ডিংয়ের শিরোনামে ‘হাড্ডি’র ট্রেলার। গায়ে কাঁটা দেয় নওয়াজউদ্দিনের হাতের রক্তমাখা খড়গ।!

Advertisement

তবে নওয়াজউদ্দিন সিদ্দিকির পাশাপাশি খলনায়কের ভূমিকায় নজর কাড়লেন অনুরাগ কাশ্যপ। ‘সেক্রেড গেমস’ অভিনেতার সঙ্গে প্যারালালি টেক্কা দিয়ে যেভাবে অভিনয় করেছেন পরিচালক-অভিনেতা, তার ঝাঁজ ট্রেলারেই দেখা গেল। ‘হাড্ডি’র রোমাঞ্চকর ঝলক শেয়ার করে অভিনেতা লিখেছেন- “এর আগে কখনও এরকম হাড়হিম করা প্রতিশোধ দেখেছেন?”

[আরও পড়ুন: দাদার খাটের নিচেই কয়েকশো কোটি’! পুজোর অনুদান নিয়ে বিস্ফোরক কমলেশ্বর]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nawazuddin Siddiqui (@nawazuddin._siddiqui)

প্রসঙ্গত, বলিউডের ভার্সাটাইল অভিনেতা হিসেবে পরিচিত নওয়াজউদ্দিন (Nawazuddin Siddiqui)। কখনও সাদাত হোসেন মান্টো হিসেবে ধরা দিয়েছেন, তো কখনও বা বড়পর্দায় হয়ে উঠেছেন সাইকো কিলার। হিরো থেকে ভিলেন, দরিদ্র থেকে প্রেমিক- সব ভূমিকাতেই এককথায় ‘লা জবাব’ নওয়াজ। তবে এমন অবতারে এর আগে দেখা যায়নি তাঁকে। নওয়াজউদ্দিনের ‘হাড্ডি’ সিনেমায় নওয়াজের মায়ের ভূমিকায় দেখা গিয়েছে ইলা অরুণকে। আগামী ৭ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ-এ মুক্তি পাচ্ছে ‘হাড্ডি’।

[আরও পড়ুন: সেন্সরের কাঁচি! ৭ বদলের পর U/A সার্টিফিকেট পেল শাহরুখের ‘জওয়ান’, কোন দৃশ্য বাদ?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement