Advertisement
Advertisement
Gwyneth Paltrow news in Bengali

জন্মদিনে নগ্ন ছবি পোস্ট ‘আয়রন ম্যান’ খ্যাত হলিউড অভিনেত্রীর, সোশ্যাল মিডিয়ায় তুমুল ঝড়

বিশেষ দিনে পোশাকহীন হয়ে ফটোশুটের কারণও জানালেন অভিনেত্রী।

Gwyneth Paltrow news in Bengali: Bold pictures on Birthday of Iron Man famed Hollywood Actress went viral | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 28, 2020 2:22 pm
  • Updated:October 1, 2020 2:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জন্মদিনে কোনও পোশাক কেনা হয়নি। কিন্তু ক্যামেরার সামনে পোজ তো দিতে হবে। অসংখ্য অনুরাগী, সহকর্মীদের শুভেচ্ছা বার্তার উত্তরও দিতে হবে। সেই কারণেই আজব কাণ্ড করে বসলেন ‘আয়রন ম্যান’ খ্যাত হলিউড অভিনেত্রী। ক্যামেরার সামনে সম্পূর্ণ উলঙ্গ হয়ে পোজ দিলেন গোয়েনেথ প্যালট্রো (Gwyneth Paltrow)। ইনস্টাগ্রামে ঘটা করে পোস্টও করেছেন সেই ছবি।

 

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

In nothing but my birthday suit today… thank you all so much for the birthday wishes and thank you to @goop ‘s insanely amazing brand new body butter for making me think I can still get my kit off. 💙 #goopgenes

A post shared by Gwyneth Paltrow (@gwynethpaltrow) on

হলিউডের প্রযোজক-পরিচালক ব্রুস প্যালট্রোর (Bruce Paltrow) কন্যা গোয়েনেথ। ১৯৭২ সালের ২৭ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলসে তাঁর জন্ম। বাবার পরিচালনায় টেলিভিশন ফিল্মের মাধ্যমে গ্ল্যামার জগতে প্রবেশ করেন গোয়েনেথ। ১৯৯১ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় তাঁর প্রথম ফিচার ফিল্ম ‘শাউট’ (Shout)। ১৯৯৮ সালে ‘শেক্সপিয়ার ইন লাভ’ (Shakespeare in Love) সিনেমার জন্য সেরা অভিনেত্রী হিসেবে অস্কার পান। জনপ্রিয় ‘আয়রন ম্যান’ (Iron Man) সিরিজের সঙ্গে গোয়েনেথ যুক্ত হন ২০০৮ সালে। পেপার পটসের চরিত্রে জনপ্রিয় হয়ে ওঠেন।

[আরও পড়ুন: কাকতালীয়! সুশান্তকে নিয়ে তৈরি হতে চলা ছবিতে NCB অফিসারের ভূমিকায় শক্তি কাপুর ]

তবে সন্তানের জন্মের পর কাজ কমিয়ে দেন গোয়েনেথ। ব্যবসায় মনোনিবেশ করেন। ‘গুপ’ (Goop) নামের একটি লাইফ স্টাইল কোম্পানি আছে গোয়েনেথের। যেখানে মহিলাদের শরীর সম্পর্কে নানা আলাপ-আলোচনা হয়ে থাকে। মহিলাদের শরীর নিয়ে মানুষের চিন্তাধারা বদলাতে চান গোয়েনেথ। পাশাপাশি মহিলাদের নারী সত্ত্বা নিয়ে গর্ব করার জন্যও উদ্বুদ্ধ করতে চান। এই ভাবনা থেকে সম্পূর্ণ অনাবৃত হয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন হলিউড অভিনেত্রী।

[আরও পড়ুন: দীপিকা-সারা-শ্রদ্ধার ব্যাংক অ্যাকাউন্টে নজর NCB’র, খতিয়ে দেখা হচ্ছে আয়ব্যয়ের হিসাব]

গোয়েনেথের ছবি পোস্ট হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছে। অবশ্য নিন্দার থেকে বেশি নিজের সাহসিকতার জন্য প্রশংসাই বেশি পেয়েছেন ৪৮ বছরের অভিনেত্রী। হলিউডের অন্যান্য তারকারাও গোয়েনেথের এই ছবির প্রশংসায় পঞ্চমুখ। শুভেচ্ছা জানিয়েছেন ডেমি মুর, নাওমি স্কটের মতো অভিনেত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement