Advertisement
Advertisement

অপর্ণা সেনের পরিচালনায় ‘দ্য রেপিস্ট’-এর ট্রেলারে চমকে দিলেন কঙ্কনা

দক্ষিণ কোরিয়ার বুসান চলচ্চিত্র উৎসবে হবে ছবির প্রিমিয়ার।

Gut-wrenching trailer of The rapist, A film by Aparna Sen | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:September 29, 2021 5:43 pm
  • Updated:September 29, 2021 5:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ দেশে ধর্ষণের ঘটনা নতুন নয়। শাস্তির বিধানও আছে। কিন্তু সেখানেই কি সমস্ত কিছু শেষ হয়ে যায়? শাস্তি দিয়ে কি সমাজের বুক থেকে ধর্ষণ নামের ব্যাধি মেটানো সম্ভব? এই প্রশ্নই তুলল অপর্ণা সেন পরিচালিত ‘দ্য রেপিস্ট’-এর (The Rapist Trailer) ট্রেলার।

‘৩৬ চৌরঙ্গী লেন’, ‘পারমিতার একদিন’, ‘পরমা’র লিগ্যাসি রয়েছে পরিচালক অপর্ণা সেনের (Aparna Sen)। হিন্দিতে তিনি তৈরি করেছেন ‘সোনাটা’, ‘সারি রাত’-এর মতো সিনেমা। এবার ‘দ্য রেপিস্ট’। মায়ের পরিচালনায় ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন কঙ্কনা সেনশর্মা (Konkona Sen Sharma)। তাঁর সঙ্গে রয়েছেন অর্জুন রামপাল (Arjun Rampal), তন্ময় ধনানিয়ার মতো শিল্পীরা।

Advertisement

Gut-wrenching trailer of The rapist, A film by Aparna Sen

[আরও পড়ুন: বাজেয়াপ্ত হওয়া গাড়ি, ল্যাপটপ, আইফোন ফেরত পাচ্ছেন পরীমণি, আদালতের নির্দেশে স্বস্তিতে অভিনেত্রী]

ট্রেলার দেখে যা মনে হচ্ছে তাতে ধর্ষণের শিকার হয় কঙ্কনার চরিত্র। অভিযুক্ত গ্রেপ্তারও হয়। সাজা ঘোষণা হয় তাঁর। কিন্তু কেন এই ধরনের কাজ সে করল? সেই প্রশ্নের উত্তর জানতে চায় কঙ্কনার চরিত্র। এতেই প্রকাশ্যে আসে সমাজের কঙ্কালসার চেহারা। সমাজের একচোখামিতে কীভাবে মানুষের ভিতরের দানবীয় প্রবৃত্তি জেগে ওঠে সেই কাহিনিই যেন তুলে ধরা হয়েছে অপর্ণা-কঙ্কনা জুটির ‘দ্য রেপিস্ট’ ছবিতে। 

৬ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলা ২৬তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (Busan International Film Festival) হবে ‘দ্য রেপিস্ট’-এর প্রিমিয়ার। উৎসবে  কিম জে-সেওক পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছে ছবিটি। ছবিতে সম্পর্কে বলতে গিয়ে অপর্ণা সেন জানিয়েছিলেন, একই সমাজের দুই ভিন্ন চেহারা নিজের সিনেমায় দেখাতে চেয়েছিলেন তিনি। অপর্ণা-কঙ্কনা জুটি এর আগেও দর্শকদের সিনেমা নিয়ে নতুন করে ভাবতে শিখিয়েছে। ‘মিস্টার অ্যান্ড মিসেস আইয়ার’, ‘১৫ পার্ক এভিনিউ’ তার অন্যতম উদাহরণ। এবারও তার ব্যতিক্রম হবে না, এমনটাই আশা করছেন সিনেপ্রেমীরা।  

[আরও পড়ুন: বলিউড ছবিতে প্রথমবার গান গাইলেন ‘Manike Mage Hithe’র ইয়োহানি! শেয়ার করলেন ভিডিও ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement