Advertisement
Advertisement

Breaking News

গুরু রন্ধাওয়া

বিদেশে শো করতে গিয়ে হামলার মুখে পপতারকা গুরু রনধাওয়া, ভাইরাল ছবি

কেমন আছেন গায়ক?

Guru Randhawa attacked in Vancouver post his concert
Published by: Sulaya Singha
  • Posted:July 30, 2019 4:21 pm
  • Updated:July 30, 2019 5:20 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদেশের মাটিতে শো করতে গিয়ে হামলার মুখে পড়লেন জনপ্রিয় পাঞ্জাবি পপস্টার গুরু রনধাওয়া। রবিবার ভ্যানকুভারে নিজের সমস্ত জনপ্রিয় গান দিয়ে মঞ্চ মাতিয়েছিলেন তিনি। কিন্তু শো শেষ হতেই এক ব্যক্তি আক্রমণ করে তাঁকে বলে অভিযোগ। তবে হামলার হাত থেকে কোনওক্রমে রক্ষা পান তিনি। আপাতত ভাল আছেন গায়ক।

[আরও পড়ুন: একমাসে তিনবার প্রাণনাশের হুমকি, পুলিশের দ্বারস্থ উদিত নারায়ণ]

রবিবার রাতে কুইন এলিজাবেথ থিয়েটারে একটি শো ছিল গুরু রনধাওয়ার। পপতারকার গান শুনতে উপচে পড়েছিল ভিড়। ভক্তদের সেই ভিড়েই এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি গায়কের সঙ্গে অভব্য আচরণ করে বলে অভিযোগ। শো শেষ হলে গুরুকে সরাসরি আক্রমণ করেন তিনি। ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে হাজির হয় পুলিশ ও অ্যাম্বুল্যান্স। তারপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও গায়ক এবং তাঁর টিমের তরফে এমন কোনও খবর নিশ্চিত করা হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। যেখানে দেখা যাচ্ছে, একটি টাওয়েল দিয়ে মুখের অর্ধেক অংশ ঢেকে রয়েছেন তিনি। ছবিতে বেশ বিধ্বস্তই দেখাচ্ছে তাঁকে। ছবির সঙ্গে লেখা, “কানাডার ভ্যানকুভারে শোয়ের সময় এক পাঞ্জাবি তরুণ গুরু রনধাওয়ার সঙ্গে অত্যন্ত আপত্তিকর আচরণ করেন। কোনও পারফর্মারকে শারীরিক আক্রমণ করা একেবারেই ঠিক নয়। বিশেষ করে কানাডায়। গুরুকে মারধর করার পরের ছবিটিই শেয়ার করা হল।” পরে জানা যায়, মাথায় চারটে সেলাইও পড়েছে তাঁর।

Advertisement

guru

বেশ কয়েকদিন ধরেই মার্কিন মুলুকে রয়েছেন গুরু। বেশ কিছু শোয়ে পারফর্ম করতে দেখা গিয়েছে তাঁকে। দালাসের একটি শোয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্টও করেছেন পপতারকা। ভ্যানকুভারে তাঁর শো রয়েছে, তাও নিজেই জানিয়েছিলেন। লিখেছিলেন, “সবাইকে ভালবাসি। আপনাদের কাছে শীঘ্রই ফিরব। ২৮ জুলাই ভ্যানকুভারে লাইভ দেখা হবে।” তাঁর পোস্টেই স্পষ্ট, শোয়ের জন্য তিনি কতটা উত্তেজিত ছিলেন। কিন্তু শোয়ের পর যা হল, তা নিয়ে নিন্দার ঝড় উঠেছে নেটদুনিয়ায়।

[আরও পড়ুন: সারদার ২৯ লক্ষ টাকা ফেরাতে চান, ইডি-কে চিঠি শতাব্দীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement