Advertisement
Advertisement

Breaking News

অভিনেত্রী

মাথায় বন্দুক ঠেকিয়ে বিয়ের হুমকি নায়িকাকে, গ্রেপ্তার যুবক

গুলি লেগে গুরুতর জখম ১।

Gunman holds actress Ritu Singh at gunpoint in Varanasi

ছবি: প্রতীকী

Published by: Sandipta Bhanja
  • Posted:May 27, 2019 3:39 pm
  • Updated:May 27, 2019 4:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাথায় বন্দুক ঠেকিয়ে জোর করে নায়িকাকে বিয়ে করতে বাধ্য করছে খলনায়ক। কেউ বাধা দিতে এলেই চলছে এলোপাথারি গুলি। সঙ্গে মেরে ফেলার হুমকিও আসছে মুহূর্মুহূ। আতঙ্কে সিঁটিয়ে রয়েছেন সবাই। বিপদ বুঝেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অপারগ সকলে। এক্কেবারে যেন থ্রিলার ছবির টানটান চিত্রনাট্য। কিন্তু সিনেমায় নয়, এই ঘটনা ঘটেছে বাস্তবে, বারাণসীতে৷ 

[আরও পড়ুন: অভিনেতা করণ ওবেরয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আক্রান্ত অভিযোগকারী]

Advertisement

শনিবার রাতে বারাণসীর এক হোটেল রুদ্ধশ্বাস নাটকের সাক্ষী থাকল। ঘড়িতে তখন রাত ১১টা। পঙ্কজ যাদব নামে বছর পঁচিশের এক যুবক হঠাৎ-ই হোটেলের লবিতে এসে এক নায়িকার খোঁজ করতে থাকে। উল্লেখ্য, দিনকয়েক আগেই ভোজপুরী পরিচালক রীতেশ ঠাকুরের পরিচালনায় ‘দুলারি বিতিয়া’র শুটিং করতে বারাণসীতে যায় ৭০ জনের একটি দল। ওই সিনেমায় অভিনয় করছেন ঋতু সিং নামে এক ভোজপুরী অভিনেত্রী। শনিবার শুটিং শেষে পুরো ইউনিট হোটেলে ফিরে যান। আর সেখানেই ঘটে যায় বিপত্তি৷

পঙ্কজ হোটেলে এসেই হন্যে হয়ে ঋতুর খোঁজ করতে শুরু করেন। কয়েকজন বাধা দিতে এলে এলোপাথারি গুলি ছুঁড়তে থাকেন। কারও কথা শুনে দ্রুত ঋতুর ঘরে চলে যায় পঙ্কজ। ঘরে ঢুকেই ঋতুর মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে বিয়ে করার প্রস্তাব দেয়। সঙ্গে চিৎকার করা শুরু করেন ঋতু। এরপরই ইউনিটের সদস্যরা ছুটে যান সেখানে।

[আরও পড়ুন: টালিগঞ্জের অন্দরে ট্যাক্স কারচুপি কেলেঙ্কারি, ফাঁস চাঞ্চল্যকর তথ্য]

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই অভিনেত্রী প্রস্তাবে রাজি না হওয়ায় শুরু হয় হুমকি দেওয়া। গান পয়েন্টে রেখে তাঁকে জোর করে সিঁদুর পরাতে যায় পঙ্কজ। ইতিমধ্যে অশোক নামে ইউনিটের এক সদস্য অভিনেত্রীকে বাঁচানোর চেষ্টা করতে এগিয়ে আসে। অশোকের কোমর লক্ষ্য করে গুলি চালায় পঙ্কজ। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশে খবর দেয় ইউনিটের সদস্যরা। গুরুতর জখম অবস্থায় রাতেই হাসপাতালে ভর্তি করা হয় অশোককে। এরপর ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পঙ্কজকে রাত ১২.৩০ নাগাদ গ্রেফতার করা হয়। জেরায় তার স্বীকারোক্তি, বহুদিন ধরেই ওই অভিনেত্রীর উপর নজর রাখছিল সে। ঋতু সিং যুবকের বিরুদ্ধে মুম্বইতে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছেন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement