Advertisement
Advertisement
Justin Bieber concert

মার্কিন পপ তারকা জাস্টিন বিবারের পার্টিতে গুলি, ব়্যাপার-সহ গুলিবিদ্ধ ৪

পার্টিতে একাধিক নাকি হলিউড তারকা ছিলেন।

Gunfire erupted outside Justin Bieber, Rapper Kodak Black among four people who were shot | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:February 13, 2022 5:02 pm
  • Updated:February 13, 2022 5:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনপ্রিয় মার্কিন পপ তারকা জাস্টিন বিবারের (Justin Bieber) পার্টিতে চলল গুলি। ঘটনায় চারজনের গুলিবিদ্ধ হওয়ার খবর মিলেছে। শোনা যাচ্ছে, আহতদের মধ্যে রয়েছেন আমেরিকার জনপ্রিয় ব়্যাপার কোডাক ব্ল্যাক (Rapper Kodak Black)। তাঁর পায়ে গুলি লেগেছে বলে খবর।

Justin Bieber and Kodak Black

Advertisement

সুপার বোল নামের কনসার্টে পারফর্ম করতে গিয়েছিলেন জাস্টিন বিবার। কনসার্ট হয়ে যাওয়ার পর আফটার পার্টি চলছিল লস অ্যাঞ্জেলসের ‘দ্য নাইস গাই’ রেস্তরাঁয়। শোনা গিয়েছে জাস্টিন ও কোডাক ছাড়াও পার্টিতে ছিলেন হেইলি ব্যাল্ডউইন, টবি ম্যাগুয়ার, কোলে কার্দাশিয়ানের মতো তারকারাও ছিল। রেস্তরাঁর ঠিক বাইরেই ঝামেলার সূত্রপাত হয়।

Justin Bieber concert

[আরও পড়ুন: ‘লাগ যা গলে’ গেয়ে লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানালেন সলমন, দেখুন ভিডিও]

শোনা গিয়েছে, পার্টি থেকে বেরিয়ে যাওয়ার পথে দু’দলের মধ্যে বচসা শুরু হয়। আচমকা সেখানে গুলি চলে। ঝামেলার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।  তাতে যা দেখা যাচ্ছে সেই অনুযায়ী, গুলির শব্দে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা দিকবিদিক শূন্য হয়ে চারদিকে ছুটতে থাকেন।  

Justin Bieber concert 1

ঘটনার তদন্তের দায়িত্বে থাকা অফিসার লিজেথ লোমেলি জানান, এলোপাথারি গুলি চলার ফলে চারজন জখম হয়েছেন। আহতদের বয়স যথাক্রমে ৬০, ২২, ২০ এবং ১৯। পুলিশের পক্ষ থেকে আহতদের নাম জানানো হয়নি।  তবে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ব়্যাপার কোডাক ব্ল্যাকের পায়েও গুলি লেগেছে।  বাকি আহতদের সঙ্গে তাঁকেও হাসপাতালে ভরতি করা হয়েছে। আহতদের অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে। 

 

কী কারণে এই গণ্ডগোল? কেনই বা এভাবে গুলি চালানো হল? সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। পপ তারকা জাস্টিন বিবারের পক্ষ থেকেও কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি। 

[আরও পড়ুন: দেশের দৈনিক করোনা সংক্রমণ নামল ৫০ হাজারের নিচে, ভোটপ্রচারে আরও ছাড় কমিশনের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement