Advertisement
Advertisement

Breaking News

নেটদুনিয়ায় সমালোচিত ‘গাল্লি বয়’, কী এমন করলেন রণবীর?

কী বলছেন নেটিজেনরা?

'Gully Boy' promotion gone wrong
Published by: Sayani Sen
  • Posted:February 7, 2019 2:26 pm
  • Updated:February 7, 2019 2:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জনপ্রিয়তার নিরিখে বরাবর শীর্ষে রণবীর সিং৷ ‘সিম্বা’ ছবির দৌলতে তাঁর অনুরাগীর সংখ্যা আরও বেড়েছে৷ আপাতত ‘গাল্লি বয়’-এর প্রোমোশনে ব্যস্ত তিনি৷ কিন্তু ছবির প্রচারে গিয়ে এমন কাণ্ডকারখানা ঘটাচ্ছেন রণবীর যে তাতে কিছুটা হলেও হতাশ তাঁর অনুরাগীরাই৷ নেটদুনিয়ায় সমালোচিতও হচ্ছেন ‘গাল্লি বয়’৷

সিক্যুয়েলের নাম ‘স্ট্রিট ডান্সার’, ‘এবিসিডি ৩’ নয় কেন?

মুম্বইয়ের স্ট্রিট ব়্যাপার ছিলেন ভিভিয়ান ফার্নান্ডেজ বা ডিভাইন৷ ‘মেরে গাল্লি মে’ গানটির জন্য বিখ্যাত তিনি। কিন্তু ব়্যাপার হওয়ার যাত্রাপথ তাঁর কাছে মসৃণ ছিল না। মুম্বইয়ের রাস্তায় কীভাবে তাঁর জীবন কাটত, কীভাবে তিনি একজন প্রতিষ্ঠিত ব়্যাপার হলেন, সেই গল্প নিয়েই তৈরি হয়েছে ‘গাল্লি বয়’৷ ছবিটি পরিচালনা করছেন জোয়া আখতার। প্রধান চরিত্রে রয়েছেন রণবীর সিং৷ তাঁর বিপরীতে দেখা যাবে আলিয়া ভাটকে৷ সম্প্রতি মুম্বইয়ের ল্যাকমে ফ্যাশন উইকে ছবির প্রোমোশনে যান রণবীর৷ হাজারও ফ্যানের ভিড়৷ ছবির গানের সঙ্গে নাচের সময় আচমকাই অনুরাগীদের উপর ঝাঁপিয়ে পড়েন তিনি৷ ‘গাল্লি বয়’-এর কীর্তিতে জখম হয়েছেন বেশ কয়েকজন অনুরাগী৷ এখানেই শেষ নয় মুম্বইয়ে এক হাসপাতালের সামনেও ছবির প্রোমোশন করেন রণবীর৷ রোগীদের কথা মাথায় রেখে শব্দ নিয়ন্ত্রণ তো দূরস্ত৷ পরিবর্তে অনুরাগীদের নাকি চিৎকার করার উপদেশ দিয়েছেন তিনি৷ এ কাজের মাধ্যমে তিনি যে নিয়ম ভাঙছেন, তাও দিব্যি বুঝেছেন অভিনেতা৷ পুলিশ নাকি তাঁর কিছুই করতে পারবেন না, সে কথাও বলেছেন ‘সিম্বা’৷

Advertisement

অসুস্থতার জন্য আইসিইউতে যেতে হল সোনু নিগমকে, উদ্বিগ্ন অনুরাগীরা

রণবীরের এই কাণ্ডকারখানা দেখে নাক সিঁটকোচ্ছেন তাঁর অনুরাগীরাই৷ সোশ্যাল মিডিয়ায় সমালোচনায় সরব নেটিজেনরা৷ অনেকেই বলছেন, শিশুসুলভ আচরণ ছেড়ে এবার তাঁর পরিণত হওয়ার সময় এসেছে৷ তবে যে যাই বলুক না কেন, তা নিয়ে মাথাব্যথা নেই ‘গাল্লি বয়’-এর৷ পরিবর্তে ছবির প্রোমোশনের নয়া চমক নিয়ে ভাবনাচিন্তায় ব্যস্ত রণবীর৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement