Advertisement
Advertisement
Vaishali Bulsara Death

গাড়ির ভিতর থেকে উদ্ধার জনপ্রিয় গায়িকার দেহ, দানা বাঁধছে রহস্য

নদীর ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে উদ্ধার হয় দেহটি।

Gujarati singer Vaishali Bulsara body found in a car | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:August 31, 2022 2:56 pm
  • Updated:August 31, 2022 2:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নদীর ধারে গাড়ি। তাতেই মিলল জনপ্রিয় গায়িকার মৃতদেহ। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গুজরাটে। মৃত গায়িকার নাম বৈশালী বালসারা (Vaishali Bulsara)। বহুদিন ধরেই গুজরাটের সংগীত জগতের সঙ্গে তিনি যুক্ত।

Vaishali-Bulsara-web

Advertisement

গুজরাটের ভালসাদ জেলার পারদি তালুকের পার নদীর ধারে জিজে ১৫ সিজি ৪২২৪ নম্বরের একটি গাড়িতে বৈশালীর মৃতদেহ উদ্ধার হয় বলেই খবর। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে স্থানীয় বাসিন্দাদের নজরে পড়ে গাড়িটি। প্রথমে কেউ খেয়াল করেননি। কিন্তু নদীর ধারে দীর্ঘক্ষণ গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে কয়েকজনের সন্দেহ হয়। গাড়ির ভিতরে তাকাতেই বৈশালীর মৃতদেহ দেখতে পাওয়া যায়।

[আরও পড়ুন: সিনেমার প্রচারে স্বস্তিকার নাম ভুললেন মুম্বইয়ের চলচ্চিত্র বিশেষজ্ঞ! মোক্ষম জবাব অভিনেত্রীর]

মৃতদেহ দেখেই চমকে ওঠেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে বৈশালীর মৃতদেহ উদ্ধার করে। জানা গিয়েছে, গাড়ির পিছনের সিটে পড়েছিল দেহটি। তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পাশাপাশি বৈশালীর পরিবারকেও খবর দেওয়া হয়। বৈশালীর পরিবারকে খবর দেওয়ার সময়ই পুলিশ জানতে পারে, মৃত্যুর আগেরদিন রাত থেকেই নিখোঁজ ছিলেন ৩৪ বছরের গায়িকা। থানায় সেই অভিযোগও দায়ের করেছিলেন তাঁর স্বামী হিতেশ।

Vaishali-Bulsara-1

হিতেশের বক্তব্য অনুযায়ী, পাওনা টাকা নিতে যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন বৈশালী। কিন্তু অনেকক্ষণ না ফেরায় তিনি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। শোনা গিয়েছে, হিতেশের দ্বিতীয় স্ত্রী বৈশালী। দু’জনের একটি মেয়ে রয়েছে। হিতেশের আগের পক্ষেরও একটি মেয়ে রয়েছে। দুই মেয়েকে নিয়েই থাকতেন তাঁরা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে গুজরাট পুলিশ। মনে করা হচ্ছে, গলা টিপে শ্বাসরোধ করে জনপ্রিয় গায়িকাকে হত্যা করা হয়েছে।  উল্লেখ্য, কিছুদিন আগেই বিজেপি নেত্রী সোনালি ফোগাটের রহস্যমৃত্যুর ঘটনা ঘটেছে। সেই ঘটনার রেশ এখনও রয়েছে। এমন পরিস্থিতিতেই বৈশালীর মৃত্যুর ঘটনাটি ঘটেছে। 

[আরও পড়ুন: গণেশ চতুর্থীতেও পুষ্পা রাজ! সিনেমার চরিত্রের আদলে তৈরি বিঘ্নহর্তার মূর্তি]   

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement