Advertisement
Advertisement

Breaking News

Raghav Parineeti

পরিণীতি-রাঘবের বাগদান: সেজেগুজে এলেন প্রিয়াঙ্কা চোপড়া, হাজির কেজরিওয়াল-চিদম্বরমরাও

রাত বাড়তেই আসতে শুরু করেছেন রাজনৈতিক নেতারা।

Guests including famous politicians are getting together at the Engagement party of Raghav Chadha and Parineeti Chopra in Delhi | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:May 13, 2023 8:52 pm
  • Updated:May 13, 2023 8:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিণীতি চোপড়া (Parineeti Chopra) ও রাঘব চাড্ডার বাগদান অনুষ্ঠান যেন রাজধানীতে রাজনীতির মিলনক্ষেত্র। সূর্য ডুবতেই আসতে শুরু করেছেন অরবিন্দ কেজরিওয়াল, আদিত্য ঠাকরে, পি চিদম্বরমরা। সেজেগুজে হাজির প্রিয়াঙ্কা।

Priyanka
শনিবার সকাল থেকেই দিল্লির কাপুরথালা হাউসে ছিল সাজো সাজো রব। তরুণ আপ নেতা রাঘব চাড্ডা (Raghav Chadha) বাড়িতেই হচ্ছে আংটিবদলের অনুষ্ঠান। দিনের বেলা সেখানে পরিবার, পরিজনদের উপস্থিতি দেখা গিয়েছে। কিন্তু রাত বাড়তেই আসতে শুরু করেছেন রাজনৈতিক নেতারা।

Advertisement

[আরও পড়ুন: কেন্দ্র পাশে থাকার ‘পুরস্কার’? বিজেপির জনসভায় যোগ দিলেন ‘দ্য কেরালা স্টোরি’র কলাকুশলীরা]

দলের তরুণ তুর্কির বাগদানের অনুষ্ঠানে সপরিবারে হাজির হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এসেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।

এছাড়াও দেখা গিয়েছে, কপিল সিব্বাল, পি চিদম্বরম, আদিত্য ঠাকরের মতো নেতাদের। সাংসদ সঞ্জয় সিং। সুদূর আমেরিকা থেকে বোনের বাগদান অনুষ্ঠানে অংশ নিতে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর পরনে ছিল লেমন ইয়েলো রঙের রাফল শাড়ি।

 

[আরও পড়ুন: ভিডিও বার্তায় পন্থ ভক্তের হুঁশিয়ারি, রেগে আগুন উর্বশী রাউতেলা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement