ছবি : এক্স হ্যান্ডেল
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরপর তিন তিনটে গ্র্যামি অ্যাওয়ার্ড জিতলেন। আর তারপরই হাতকড়া পরিয়ে নিয়ে গেল পুলিশ। ৬৬তম গ্র্যামির (Grammys 2024) মঞ্চে ধুন্ধুমার কাণ্ড! কিন্তু কোন অপরাধে জনপ্রিয় সেই সঙ্গীতশিল্পীকে গ্রেপ্তার করল লস অ্যাঞ্জেলস পুলিশ?
রবিবার লস অ্যাঞ্জেলসে যখন তারকাখচিত গ্র্যামি অনুষ্ঠান সঞ্চালিত হচ্ছে, তখন মঞ্চের নেপথ্যে ঘটে এক অপ্রীতিকর ঘটনা। জনপ্রিয় ব়্যাপার শিল্পী কিলার মাইককে (Rapper Killer Mike) পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় সকলের সামনে দিয়েই। পুলিশ জানিয়েছে, গ্র্যামি অনুষ্ঠান চলাকালীন তিনি তখন ব্যাকস্টেজে অহেতুক গণ্ডগোল করছিলেন। শুধু তাই নয়, সেখানে কয়েকজনের সঙ্গে হাতহাতি পর্যন্ত গড়ায় সেই ঘটনা। পরিস্থিতি বুঝেই তড়িঘড়ি কিলার মাইককে তুলে নিয়ে যায় পুলিশ। যদিও ওই গায়কের তরফে কোনওরকম বিবৃতি এখনও প্রকাশ্যে আসেনি।
এবছর কিলার মাইক তিন তিনটে বিভাগে গ্র্যামি জিতেছেন- ব়্যাপ পারফরম্যান্স, ব়্যাপ গান, ব়্যাপ অ্যালবাম। ২০ বছরের কেরিয়ারে একাধিকবার গ্র্যামি জিতেছেন কিলার। প্রথমবার সায়েন্টিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারস গানটির জন্য প্রথম গ্র্যামি পান। আর শেষবার দ্য হোল ওয়ার্ল্ড-এর জন্য ২০০৩ সালে গ্র্যামি পেয়েছিলেন কিলার মাইক। এবারও তিনটি বিভাগে সেরার সেরা পুরস্কার পেলেন। কিন্তু এবারে ঘটে গেল মারাত্মক ঘটনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.