Advertisement
Advertisement
Kartik Aaryan

বছরের সেরা পুরুষ কার্তিক! কোন ম্যাজিকে মন কাড়ছেন ‘রুহ বাবা’?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝাঁকড়া চুল। মিষ্টি হাসি। আর এই হাসিতেই ফেঁসে রয়েছেন দেশ-বিদেশের মেয়েরা। হ্যাঁ, কার্তিকের ম্যাজিক এমনই। লোকে বলে, বহুদিন পর আপদমস্তক চকোলেট হিরো পেল বলিউড। আর এবার শুধু বলিউড নয়, গোটা দেশে আকর্ষণীয় পুরুষের তালিকায় সেরার শিরোপা ছিনিয়ে নিলেন কার্তিক আরিয়ান।আরও পড়ুন:ছেলের বন্ধুর প্রেমে হাবুডুবু মালাইকা! ‘কচি মাথা খাচ্ছেন?’ খোঁচা নেটিজেনদেরমোদির সঙ্গে […]

GQ Men of the Year 2024: Kartik Aaryan: I’ve fought like crazy to reach here
Published by: Akash Misra
  • Posted:December 11, 2024 2:11 pm
  • Updated:December 11, 2024 2:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝাঁকড়া চুল। মিষ্টি হাসি। আর এই হাসিতেই ফেঁসে রয়েছেন দেশ-বিদেশের মেয়েরা। হ্যাঁ, কার্তিকের ম্যাজিক এমনই। লোকে বলে, বহুদিন পর আপদমস্তক চকোলেট হিরো পেল বলিউড। আর এবার শুধু বলিউড নয়, গোটা দেশে আকর্ষণীয় পুরুষের তালিকায় সেরার শিরোপা ছিনিয়ে নিলেন কার্তিক আরিয়ান।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক বরং। সম্প্রতি জনপ্রিয় ম্যাগাজিন ‘জি-কিউ’ প্রকাশ্যে এনেছে তাঁদের বর্ষসেরা আকর্ষনীয় পুরুষদের তালিকা। সেই তালিকায় অন্য়ান্য বিভাগে রাজকুমার রাও, বরুণ ধাওয়ান, ভিকি কৌশলরা সেরা হলেও, কার্তিকের কাছে তাঁরা হারলেন জনপ্রিয়তা ও আকর্ষনের লড়াইয়ে।

Advertisement

‘প্যায়ার কা পঞ্চনামা’ থেকেই নজর কেড়েছিলেন কার্তিক। তার পর একের পর এক রোমান্টিক কমেডি। ‘সোনু কি টিট্টু কি সুইটি’, ‘লুকাছুপি’, কিংবা ‘শহেজাদা’। তবে শুধুই দর্শককে হাসানো নয়, বরং ‘লাভ আজকাল’ ছবির হাত ধরে কার্তিক প্রেমগুরু। তবে শুধুই ছবির পর্দায় নয়, রিয়্যাল লাইফেও কার্তিকের প্রেমকাণ্ড অনেক। কখনও সারা আলি খান, কখনও অনন্যা পাণ্ডে। বলিউডের প্রায় প্রতিটি নায়িকার সঙ্গে ডেট করে ফেলেছেন কার্তিক। তবে কারও গলায় মালা দিতে নারাজ। আর কার্তিকের এই প্রেমিকা ডজের কায়দাই, আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে কার্তিককে। অন্তত, এমনটাই মনে করছে নেটপাড়া।

তবে এই কার্তিকের শুধুই রূপ? গুণ নেই! বক্স অফিসে জব্বর হিট কার্তিক। যে ছবিতেই অভিনয় করছেন, সেটাই ব্লকবাস্টার। ‘ভুলভুলাইয়া ৩’ তার জলজ্যান্ত প্রমাণ। একদিকে প্রেমিক লুক, আরেকদিকে বাঁধভাঙা জনপ্রিয়তা। সোশাল মিডিয়ার  মেপেই এবার জিকিউয়ের সেরা পুরুষের তালিকা ছিনিয়ে নিলেন কার্তিক। এমন এক প্রশংসা পেয়ে কী বলছেন ‘রুহ বাবা’? সোশাল মিডিয়ায় এই খবরটা নিজে শেয়ার করেছেন কার্তিক। জানিয়েছেন, ‘এই জায়গাতে পৌঁছনোর জন্য অনেক লড়েছি। আমি ভাগ্যবান। ধন্যবাদ।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement