Advertisement
Advertisement
Govinda

স্ত্রী সুনিতাই কি গোবিন্দাকে গুলি করেন? সপাট প্রশ্ন শিল্পা শেট্টির

বন্ধু 'চিচি'কে নিয়ে উদ্বিগ্ন অভিনেত্রী।

Govinda on Shilpa Shetty joking about his gunshot injury
Published by: Sandipta Bhanja
  • Posted:November 25, 2024 2:54 pm
  • Updated:November 25, 2024 2:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অক্টোবর মাসেই পায়ে গুলিবিদ্ধ হন গোবিন্দা (Govinda)। যে খবরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল বলিপাড়ায়। অস্ত্রোপচার করে তারকার পা থেকে গুলি বের করেন চিকিৎসকরা। অনেকটা রক্তক্ষরণ হওয়ায় আইসিইউতেও ছিলেন। বেশ কয়েকদিন হাসপাতালে কাটিয়ে বাড়ি ফেরেন অভিনেতা। আর সেইসময়েই হাসপাতালে বন্ধু ‘চিচি’কে দেখতে গিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন শিল্পা শেট্টি (Shilpa Shetty)। সপাটেই প্রশ্ন ছুঁড়ে বসেন, ‘সুনীতা তখন কোথায় ছিল? গুলি কে চালাল?’

সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল’ শোয়ে এসেছিলেন গোবিন্দা। সেখানেই রসিকতা করে শিল্পার কথা শেয়ার করেন অভিনেতা। কপিলের শোয়ের এক প্রোমোতেই উঠে এল সেই ঘটনা। গোবিন্দা জানান, শিল্পা নাকি হাসপাতালে দেখতে এসে প্রথমেই সন্দেহপ্রকাশ করেছিলেন, তাঁর পায়ে গুলিটা আসলে সুনীতাই চালিয়েছেন! কারণ, হাসপাতালে গোবিন্দার কাছে গিয়েই অভিনেত্রী জানতে চান, ‘গুলি চলার সময়ে সুনীতা আহুজা কোথায় ছিলেন?’ গোবিন্দা তাঁকে জানান, স্ত্রী তখন মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। সেইসময়েই নাকি শিল্পা প্রশ্ন করেন, তাহলে ‘গুলিটা কে চালাল?’

Advertisement

Govinda's Wife gave Health Update From Hospital, how the incident happened? here is what we know

নয়ের দশকে গোবিন্দা-শিল্পা একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শককে। সেই তালিকায় আগ (১৯৯৪), গ্যাম্বলার (১৯৯৫), হাতকড়ি (১৯৯৫), ছোটে সরকার (১৯৯৬), পরদেশি এবং বাবু (১৯৯৮)-র মতো ছবি রয়েছে। তখন থেকেই তাঁদের অনস্ক্রিন রসায়ন বন্ধুত্বে পরিণত হয়। যা কিনা আজও অটুট। গোবিন্দার পায়ে গুলি লাগায় শিল্পা কতটা উদ্বিগ্ন ছিলেন, সেপ্রসঙ্গে বলতে গিয়েই কপিলের শোয়ে মজার কথা শেয়ার করলেন গোবিন্দা খোদ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement